25 C
Bangladesh
Thursday, March 30, 2023
Homeজাতীয়রাজধানীর গুলশান হামলায় নিহতের বেশির ভাগই বিদেশি

রাজধানীর গুলশান হামলায় নিহতের বেশির ভাগই বিদেশি

photo-1467406875রাজধানীর গুলশান-২ নম্বর সেক্টরে স্প্যানিশ রেস্তারাঁ হলি আর্টিসান বেকারিতে হামলায় ঘটনায় এ পর্যন্ত ২৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের বেশির ভাগই বিদেশি।

বাংলাদেশের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট শাহাব উদ্দীনের  বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির আজ শনিবারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

লেফটেন্যান্ট শাহাব উদ্দীন বলেন, ‘২০ বিদেশি নাগরিককে হত্যা করেছে হামলাকারীরা। এদের মধ্যে বেশির ভাগই ইতালি বা জাপানের নাগরিক।’

এর আগে ওই কর্মকর্তা জানান, শনিবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। আর শুক্রবার রাতেই সন্ত্রাসীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হন।

গতকাল রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিসান রেস্তোরাঁটিতে হামলা করে সন্ত্রাসীরা। এর পর রাতভর বিভিন্ন পরিকল্পনার পর আজ সকাল ৭টা ৪০ মিনিটে ‘অপারেশন থান্ডারবোল্ট’ নামের অভিযান শুরু করে সেনাবাহিনীর নেতৃত্বে সম্মিলিত বাহিনী।

আজ দুপুর দেড়টার দিকে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে এ অভিযানের বিষয়ে জানান মিলিটারি অপারেশনস।

সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী বলেন, ‘সেনাবাহিনীর নেতৃত্বে নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও ফায়ারসার্ভিস সম্মিলিতভাবে তৎপরতা চালায়।’

‘সকাল ৭টা ৪০ মিনিটে অভিযান শুরু হয়। এরপর ১২ থেকে ১৩ মিনিটে সব সন্ত্রাসীকে নির্মূল করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে অভিযানের সমাপ্তি হয়।’

মিলিটারি অপারেশনসের পরিচালক নাঈম আশফাক চৌধুরী জানান, ‘অভিযানে ১৩ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে তিন বিদেশি রয়েছেন। তাঁদের একজন জাপানি, দুজন শ্রীলঙ্কান।’

তিনি আরো জানান, ‘অভিযানে সাত সন্ত্রাসীর মধ্যে ছয়জন নিহত হয়। আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর ২০ সদস্য।’ NTV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments