আজ শনিবার বেলা ১১টার সময় রাজধানী মিরপুর-১৪ নাম্বারে স্টাফ কলেজের সামনে রিকসায় করে বিকাশ এজেন্টের টাকা নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসী গুলি করে ১০ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। মোশাররফ ও আলামিন নামে দুই ব্যক্তি গুরুতর আহত হন। গুলিবিদ্ধ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোশাররফের শরীরে ৫টি ও আল আমিনের শরীরে ১টি গুলি লেগেছে বলে ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে।
কাফরুল থানার উপ-পরিদর্শক জহির ঘটনাটি নিশ্চিত করেন।