27 C
Bangladesh
Saturday, April 1, 2023
Homeঅর্থনীতি-ব্যবসারামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য খালাস হচ্ছে ৫৫ হাজার টন কয়লা

রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য খালাস হচ্ছে ৫৫ হাজার টন কয়লা

বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে জাহাজে করে আসা ৫৫ হাজার টন কয়লা খালাস শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মোংলা বন্দর চ্যানেলের ফেয়ারওয়ে বয়ায় থেকে খালাসের কার্যক্রম শুরু হয়। এর আগে ২৩ ফ্রেব্রুয়ারি সকালে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি ক্রিমসন নাইট’ জাহাজটি কয়লা নিয়ে বন্দরে নোঙ্গর করে।  

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক গণমাধ্যমকে বলেন, সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটিতে আসা কয়লা খালাস শুরু হয়েছে। এখান থেকে আবার লাইটার জাহাজে করে বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হচ্ছে। দুই-একদিনের মধ্যে খালাসের কাজ শেষ হবে বলে জানান তিনি।

রিয়াজুল আরও জানান, এপর্যন্ত রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য ছয়টি মার্চেন্ট শিপ এবং তিনটি লাইটার জাহাজে করে দুই লাখ ৩৪ হাজার ৭৫২ মেটিক টন কয়লা এসেছে। এর মধ্যে ২০২১ সালের ১৯ জুলাই তিনটি ছোট লাইটার জাহাজে করে তিন হাজার ৭৫২ মেট্রিক টন; ২০২২ সালের ২০ সেপ্টেম্বর ৫৫ হাজার টন; ৬ নভেম্বর ৩৩ হাজার মেট্রিক টন; চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ৩৩ হাজার টন; ১৫ ফেব্রুয়ারি ৫৫ হাজার এবং ১৯ ফেব্রুয়ারি ৫৫ হাজার মেট্রিক টন কয়লা আনা হয়। সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি আরও ৫৫ হাজার টন কয়লা এসেছে। এই চালান খালাসের কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments