31 C
Bangladesh
Thursday, June 8, 2023
Homeবিশ্বরাশিয়াকে ‘বিচ্ছিন্ন’ করতে চায় পশ্চিমারা : পুতিন

রাশিয়াকে ‘বিচ্ছিন্ন’ করতে চায় পশ্চিমারা : পুতিন

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে ‘বিচ্ছিন্ন’ করার পশ্চিমা প্রচেষ্টার কঠোর সমালোচনা করে করেছেন। জাতীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাতকারে তিনি বলেন, ইউক্রেনে তার আক্রমণের লক্ষ্য ‘রাশিয়ার জনগণকে একত্রিত করা।’ খবর এএফপি’র।
এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ব্যাপক গোলাবর্ষণের এক দিন পর কিয়েভের বাসিন্দারা রোববার ক্রিসমাস পালন করেছে।
ওই সাক্ষাতকারে পুতিন ইউক্রেনীয় ও রুশরা অভিন্ন মানুষ এমন যুক্তি তুলে ধরতে ‘ঐতিহাসিক রাশিয়া’ ধারণাটি ব্যবহার করেন। রাশিয়ার প্রেসিডেন্টের এমন যুক্তি কিয়েভের সার্বভৌমত্বকে ক্ষুন্ন করে এবং ইউক্রেনে তার ১০ মাসের আক্রমণকে ন্যায্যতা দেয়।
তিনি বলেন, এক্ষেত্রে রাশিয়ার ‘ভূ-রাজনৈতিক প্রতিপক্ষদের লক্ষ্য ক্রেমলিনকে ‘বিচ্ছিন্ন’ করা।
পুতিন আরো বলেন, ‘বিভক্ত করুন এবং জয় করুন, এটিই তারা সর্বদা অর্জন করতে চেয়েছে এবং এখনো করতে চাইছে।’
তিনি বলেন, ‘তবে এক্ষেত্রে আমাদের লক্ষ্য ভিন্ন। রাশিয়ার জনগণকে একত্রিত করাই আমাদের এই ধারণার লক্ষ্য।
পুতিন বলেন, তার সরকার ‘সঠিক পথে আছে। সরকার আমাদের জাতীয় স্বার্থ, আমাদের নাগরিকদের, আমাদের জনগণের স্বার্থ রক্ষা করছে।’
তিনি আবারো বলেন, মস্কো আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছে যে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে সে ব্যাপারে জানতে চাইলে তিনি বিচলিত নন বলে জানান।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি দেওয়ার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে পুতিন বলেন, ‘অবশ্যই আমরা এটি ধ্বংস করবো। এসবের শতভাগই ধ্বংস করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img