36 C
Bangladesh
Tuesday, June 6, 2023
Homeবিশ্বরাশিয়ার অর্থ জব্দ করে ইউক্রেনকে দিতে অনুমতি যুক্তরাষ্ট্রের

রাশিয়ার অর্থ জব্দ করে ইউক্রেনকে দিতে অনুমতি যুক্তরাষ্ট্রের

অ্যার্টনি জেনারেল মেরিক গারর‌্যান্ড শুক্রবার বলেছেন, তিনি রাশিয়ার অর্থ জব্দ করে শুরু ইউক্রেনকে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্রকে অনুমোদন দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
প্রতিবেশি দেশ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রায় এক বছর পর ওয়াশিংটনে গারল্যান্ড ও ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কোস্টিনের মধ্যে বৈঠক চলাকালে এমন ঘোষণা এলো।
সিএনএন পরিবেশিত খবরে বলা হয়, গারল্যান্ড বলেন, ‘আজ আমি ঘোষণা করছি যে, ইউক্রেনে কাজে লাগানোর জন্য বাজেয়াপ্ত করা রাশিয়ার সম্পদ এই প্রথমবারের মতো স্থানান্তর করার অনুমোদন দিয়েছি।’
তিনি আরো বলেন, এপ্রিল মাসে নিষেধাজ্ঞা ফাঁকির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর রাশিয়ান অলিগার্চ কনস্ট্যন্টিন মালোয়েভের কাছ থেকে বাজেয়াপ্ত করা সম্পদ থেকে এ অর্থ আসবে।
গারল্যান্ডের বরাত দিয়ে সিএনএন’র খবরে বলা হয়, ইউক্রেনের জনগণকে সহায়তা করার জন্য এ অর্থ স্টেট ডিপার্টমেন্টে যাবে।
কোস্টিন এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এমন পদক্ষেপ নেওয়ায় বাজেয়াপ্ত করা ৫৪ লাখ ডলার মূল্যের সম্পদ ইউক্রেন পুনর্গঠনে কাজে লাগানো হবে।
কোস্টিন বলেন, তিনি ‘রাশিয়ান অলিগার্চদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার নতুন আইন দেখে আনন্দিত।’ তিনি বৈঠকের সময় নিজের ও গারল্যান্ডের একটি ছবি টুইটারে পোস্ট করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img