31 C
Bangladesh
Thursday, June 8, 2023
Homeবিশ্বরাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও পারমাণবিক মহড়া করবে নেটো

রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও পারমাণবিক মহড়া করবে নেটো

ইউক্রেনের যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার ভূখণ্ড রক্ষার জন্য তার হাতে থাকা সমস্ত উপায় ব্যবহার করার বিষয়ে বানিয়ে বলছেন না- এমন জানানোর পরেও নেটো পরের সপ্তাহে তাদের দীর্ঘ-পরিকল্পিত পারমাণবিক অনুশীলন শুরু করবে। মঙ্গলবার নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ একথা বলেছেন।

“স্টেডফাস্ট নুন” নামক মহড়াটি প্রতি বছর একবার করে অনুষ্ঠিত হয় এবং সাধারণত প্রায় ১ সপ্তাহ চলে। এতে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ফাইটার জেট উড়বে কিন্তু কোনো বোমা বিস্ফোরণ করা হবে না। প্রচলিত জেট, সার্ভেইলেন্স এবং রিফুয়েলিং বিমানও এতে নিয়মিত অংশ নেয়।

নেটো সদস্য ৩০টি দেশের মধ্যে ১৪টি এই মহড়ায় অংশ নেবে। ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার আগে এ পরিকল্পনা করা হয়েছিল। নেটোর একজন কর্মকর্তা বলেছেন, মহড়ার মূল অংশটি রাশিয়া থেকে ১ হাজার কিলোমিটারের বেশি দূরত্বে অনুষ্ঠিত হবে।

পশ্চিমা অস্ত্রে সজ্জিত ইউক্রেনীয় বাহিনীর আঘাতে রুশ সেনাবাহিনী পিছু হটলে পুতিন ইউক্রেনের ৪টি অঞ্চলকে অধিগ্রহণ করার ঘোষণা দেন এবং ভেঙে পড়া ফ্রন্ট লাইন ঠিক রাখার জন্য ৩ লাখ অবধি রিজার্ভ সেনা পাঠানোর ঘোষণা দেয়।

যেহেতু তার যুদ্ধ পরিকল্পনা ভ্রষ্ট হয়েছে, পুতিন বারবার ইঙ্গিত দিয়েছেন যে, তিনি রাশিয়ার বিজয় নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্রের আশ্রয় নিতে পারেন।ইউক্রেনে আরও অত্যাধুনিক অস্ত্র পাঠানোর থেকে নেটো দেশগুলোকে নিবৃত্ত করাও এই হুমকির লক্ষ্য।

সংগঠন হিসেবে নেটোর কাছে কোনো অস্ত্র নেই। পারমাণবিক অস্ত্র ৩টি সদস্য দেশ- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের দৃঢ় নিয়ন্ত্রণে থাকে। জোটের গোপন নিউক্লিয়ার প্ল্যানিং গ্রুপ বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে বৈঠক করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img