24 C
Bangladesh
Sunday, March 26, 2023
Homeনির্বাচিতরাশিয়া ও ইউরোপ হামলার পরিকল্পনা

রাশিয়া ও ইউরোপ হামলার পরিকল্পনা

3060119F00000578-0-image-m-101_1453300823257দায়েশের সঙ্গে সম্পর্কিত সন্ত্রাসী চক্র তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী রাশিয়া ও ইউরোপে হামলার পরিকল্পনা করছে। এমন তথ্যই দিয়েছেন রুশ জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী কমিটির মুখপাত্র আদ্রে পিরিজেজদোমস্কি।

তিনি জানান, ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের অধীনে কাজ করেছেন এমন কয়েকজন ইরাকি সামরিক কর্মকর্তা সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছেন। এ সন্ত্রাসীদের রিক্রুট করেছেন এবং নেতৃত্ব দিচ্ছেন চেচনিয়ার আখমেদ চেতাইয়েভ।

এ ছাড়া, রুশ স্পেশাল সার্ভিসের কাছে দায়েশ নিয়ে গোয়েন্দা তথ্য আছে বলেও জানান তিনি। এ তথ্য থেকে দেখা যাচ্ছে দায়েশের কোনো কোনো গোষ্ঠী রাশিয়া এবং ইউরোপে হামলার প্রস্তুতি নিচ্ছে।

রুশ দক্ষিণাঞ্চলীয় প্রজাতন্ত্রে জন্মগ্রহণকারী অনেক ব্যক্তিকে এ সব গোষ্ঠীর রাখা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, এ সব ব্যক্তি দায়েশে যোগ দেয়ার জন্য সিরিয়ায় গিয়েছিল।

এদিকে সিরিয়া থেকে তুরস্ক হয়ে রাশিয়ায় সন্ত্রাসীদের আসা-যাওয়া ঠেকানোর জন্য রুশ সীমান্ত প্রহরীরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। তিনি বলেন, গত বছর এ ভাবে শতাধিক রুশ নাগরিককে রাশিয়া ত্যাগের চেষ্টা করার সময়ে আটকে দেয়া হয়েছে। এ সব ব্যক্তি রাশিয়া ছেড়ে সন্ত্রাসীদের সঙ্গে যোগ দেয়ার চেষ্টা করছিল বলে জানান তিনি। মস্কোর হিসাব মোতাবেক সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলোর পাঁচ থেকে সাত হাজার সন্ত্রাসী দায়েশের সঙ্গে যোগ দিয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ মূলত ইরাক ও সিরিয়ায় তৎপর রয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments