31 C
Bangladesh
Tuesday, March 28, 2023
Homeখেলারিও অলিম্পিকে নেইমার

রিও অলিম্পিকে নেইমার

45019-11neimarনিজ দেশে প্রথমবারের মত আয়োজিত অলিম্পিকে খেলার সুযোগ হয়ত পেয়েই যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। তার সাথে আরো আছেন প্যারিস সেইন্ট জার্মেই ডিফেন্ডার মারকুইনহোস। কোচ রজারিও মিকেল গতকাল ১৮ সদস্যের দল ঘোষণা করেছেন। যার মধ্যে নেইমার রয়েছেন।
এই দলে আরো আছেন নেইমারের বার্সা সতীর্থ রাফিনহা, ল্যাজিও মিডফিল্ডার ফিলিপ এন্ডারসন ও উঠতি তারকা গ্যাব্রিয়েল বারবোসা।
অলিম্পিকে ব্রাজিল গ্রুপ এ’তে দক্ষিণ আফ্রিকা, ইরাক ও ডেনমার্কের বিপক্ষে লড়বে। আগামী ৩ আগস্ট ব্রাসিলিয়ার মানে গারিনচার স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে স্বাগতিক ব্রাজিল মাঠে নামবে। একমাত্র বড় টুর্নামেন্ট হিসেবে অলিম্পিক ফুটবলে এখনো সেরার মর্যাদা দখল করতে পারেনি ব্রাজিল। তবে ১৯৮৪, ১৯৮৮ ও ২০১২ অলিম্পিকে তিনবার রৌপ্য পদক জিতেছে। ১৯৯৬ ও ২০০৮ সালে এসেছিল ব্রোঞ্জ পদক।
ব্রাজিল স্কোয়াড :
গোলরক্ষক : ফার্নান্দো প্রাস, উলিসন
ডিফেন্ডার : মারকুইনহোস, রডরিগো কাইয়ো, লুয়ান, উইলিয়ান, ডগলাস সান্তোস, জেকা
মিডফিল্ডার : ওয়ালেস, রডরিগো ডুরাডো, থিয়াগো মাইয়া, রাফিনহা, রেনাটো অগাস্টো, ফিলিপ এন্ডারসন
ফরোয়ার্ড : নেইমার, গ্যাব্রিয়েল, গ্যাব্রিয়েল জেসাস, লুয়ান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments