বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সাথে তিনটি হ্যাকার গ্রুপের সংশ্লিষ্টতার তথ্য পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা, নতুন এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বাণিজ্য বিষয়ক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ।
ব্লুমবার্গ বলছে তিনটি হ্যাকার গ্রুপের মধ্যে একটি পাকিস্তানের, একটি উত্তর কোরিয়ার এবং তৃতীয হ্যাকার গ্রুপটি কারা এবং কোন দেশের, তা এখনও নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।
ফেব্রুয়ারিতে রিজার্ভের অর্থ চুরি যাবার ঘটনা প্রকাশিত হলে যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি ফায়ারআইকে ফরেনসিক তদন্তের দায়িত্ব দেয় বাংলাদেশ ব্যাংক।
ফায়ারআই এর দুজন কর্মকর্তা ব্লুমবার্গকে বলেছেন, পাকিস্তান, উত্তর কোরিয়ার দুটি হ্যাকার গ্রুপ এই সাইবার চুরিতে জড়িত বলে ফরেনসিক পরীক্ষায় তারা তথ্য পেয়েছেন।
কিন্তু তৃতীয় হ্যাকার গ্রুপটি কারা এবং কোন দেশের, তা এখনও নিশ্চিত না হতে পারলেও, এই গ্রুপটিই চুরির অর্থ সরাতে মূল ভূমিকা পালন করে বলে ব্লুমবার্গকে জানিয়েছেন ফায়ারআই এর তদন্তকারীরা।
পাকিস্তান এবং জাতিসংঘে উত্তর কোরিয়া মিশনের সঙ্গে ব্লুমবার্গ যোগাযোগ করলেও এ নিয়ে কোন বক্তব্য পায়নি সংবাদ মাধ্যমটি।