শেষ বলে জেতার জন্য ২ রান দরকার ছিল। কিন্তু ব্যাটে বল লাগাতে না পেরে রান নিতে দৌড়লেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। কিন্তু ধোনি দৌড়ে এসে উইকেট ভেঙে রান আউট করলেন মুস্তাফিজুরকে। বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান করে। ১ রানে জিতে গেল ভারত। শেষ ওভারে ৩ উইকেট খোয়াল বাংলাদেশ।
চিন্নাস্বামীর ক্লাইম্যাক্স৷ ব্যাঙ্গালোরের টানটান থ্রিলারে বাংলাদেশকে ১ রানে হারাল ধোনির ভারত৷ এদিন টসে জিতে ফিল্ডিং নেন মোর্তাজা৷ রোহিত-শিখর প্রথমে চালিয়ে খেললেও বেশিক্ষণ উইকেটে টেকেননি৷ ২৩ রানে ফেরেন শিখর৷ ২৪ রানে ফেরেন কোহলিও৷ স্লো পিচে এদিন রানে ফেরেন রায়না৷ তাঁর ব্যাট থেকে আসে ৩০৷ রানরেট বাড়ানোর উদ্দেশে নামলেও সৌম্য সরকারের অসম্ভব ক্যাচে ফিরতে হয় হার্দিক পান্ডিয়াকে৷ শেষ পর্যন্ত ধোনি ও জাডেজার সৌজন্যে ১৪৬-এ পৌঁছয় টিম ইন্ডিয়ার স্কোর৷ জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত ব্যাটিং তামিম ইকবালের৷ ৩৫ রানে তিনি ফেরার পর হাল ধরেন সাব্বির ও শাকিব৷ ফের অনবদ্য অশ্বিন৷ তাঁর শিকার মিঠুন ও শাকিব৷ ২ টি উইকেট জাডেজারও৷ ২১ রানে ফেরেন সৌম্য৷ ১৮ রানে ফিরলেন মহমদুল্লা৷শেষ ওভারে দুটি বাউন্ডারি দিলেও দুটি উইকেটও নেন হার্দিক। আর শেষ বলে রান আউট মুস্তাফিজুর।
ম্যান অফ দ্য ম্যাচ অশ্বিন। মোক্ষম সময়ে মারমুখী সাকিবকে ফেরত পাঠান তিনি। তার আগে মিঠুনকে আউট করেন। ৪ ওভারে ২২ রান দেন অশ্বিন।
# আউট মাহমুদুল্লাহও। ১৮ রান করে আউট।
মুশফিকুর আউট।
ফের বাউন্ডারি।
#হার্দিক শেষ ওভার করছেন। দ্বিতীয় বলেই বাউন্ডারি হল।
১৯ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান বাংলাদেশের। জিততে হলে শেষ ওভারে দরকার ১১ রান।
#১৮ ওভারে বাংলাদেশ ১৩০ রান।১৯ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান বাংলাদেশের। জিততে হলে শেষ ওভারে দরকার ১১ রান।
নেহরার ওভারের শেষ বলে বাউন্ডারি।
#সৌম্যকে আউট করলেন নেহরা। ২১ বলে ২১ রান করে আউট সৌম্য। বাংলাদেশ ৬ উইকেটে ১২৬ রান ১৮.৫ ওভারে।
১৮ তম ওভারের দ্বিতীয় বলেই বাউন্ডারি সৌম্যর।
#১৭ ওভারে ৫ উইকেটে ১২০ রান বাংলাদেশের।বুমরাহ দিলেন সাত রান।
১৬ ওভারে বাংলাদেশ ১১৩ রান বাংলাদেশের।
# জাদেজার বলে ছক্কা সৌম্য সরকারের।
#১৫ ওভারে ৫ উইকেটে বাংলাদেশ ১০৪ রান।
#শেষ তিন ওভারে ১২ রানে ২ উইকেট খুইয়েছে বাংলাদেশ।
১৪ ওভারে বাংলাদেশ ৫ উইকেটে ৯৯ রান।
সাকিবকে আউট করলেন অশ্বিন। স্লিপে ক্যাচ দিয়ে ১৫ বলে ২২ রান করে আউট সাকিব। ১২.১ ওভারে ৯৫ রানে ৫ উইকেট।
# ১২ ওভারে ৪ উইকেটে ৯৫ রান বাংলাদেশের।
#জাদেজার বলে ছক্কা সাকিবের।
#১১.১ ওভারে ৪ উইকেটে ৮৭ রান বাংলাদেশের।
#জাদেজার বলে আউট মাশরফি।
#১১ ওভারে বাংলাদেশ ৩ উইকেটে ৮৭।
#হার্দিকের বলে সাকিবের ক্যাচ মিস করলেন অশ্বিনের
#১০ ওভারে বাংলাদেশ ৩ উইকেটে ৭৭।
রায়নার বলে ছক্কা মাশরফির।
#ধোনির ক্ষিপ্র কিপিংয়ে রায়নার বলে স্ট্যাম্পড আউট সাব্বির। বাংলাদেশের তৃতীয় উইকেটের পতন। ৯.২ ওভারে রান ৩ উইকেটে ৬৯। ১৫ বলে ২৬ রান করে আউট সাব্বির।
#৯ ওভারে বাংলাদেশ ২ উইকেটে ৬৭ রান।এই ওভারে হার্দিক দুটি বাউন্ডারি সহ দিলেন ১১ রান।
# ৮ ওভারে বাংলাদেশ ২ উইকেটে ৫৬ রান।
#জাদেজার বলে আউট ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা তামিম। বাংলাদেশ ৭.৪ ওভারে ২ উইকেটে ৫৫ রান। ৩২ বলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৫ রান করেন তামিম।
৭ ওভারে বাংলাদেশ ১ উইকেটে ৫৩ রান।
#৬ ওভারে বাংলাদেশ ১ উইকেটে ৪৫ রান।
এই ওভারে বুমরাহর বলে তিনটি বাউন্ডারি মারলেন তামিম।
#ষষ্ঠ ওভারের প্রথম বলেই বুমরাহ বাউন্ডারি দিলেন।
্#৫ ওভারে ১ উইকেটে ২৯ রান বাংলাদেশের।
# ওভার বাউন্ডারি সাব্বিরের।
#অশ্বিনের বলে তামিমের ক্যাচ ছাড়লেন বুমরাহ।
#৪ ওভারে বাংলাদেশ ১ উইকেটে ২০।
#৩ ওভারে বাংলাদেশ ১ উইকেটে ১২।
এই ম্যাচে ভারতের রান রেট ৭.৩০। বাংলাদেশের বিরুদ্ধে পাঁচটি টি-২০ ম্যাচে ভারতের এই রান রেট সর্বনিম্ন। এর আগের চার ম্যাচে ভারতের রান রেট ছিল যথাক্রমে ৭.৬২, ৮.৩০, ৮.৮১ এবং ৯.০
#তৃতীয় ওভারের দ্বিতীয় বলে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। অশ্বিনের বলে আউট মহম্মদ মিঠুন (১)।১১ রানে প্রথম উইকেট খোয়াল বাংলাদেশ।
#২ ওভারে বাংলাদেশ বিনা উইকেটে ১০। এই ওভারে বুমরাহ দিলেন ৩ রান।
#প্রথম ওভারে সাত রান তুলল বাংলাদেশ।
#রান তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি বাংলাদেশি ব্যাটসম্যান তামিমের।
২০ ওভারে ভারত ৭ উইকেটে ১৪৬ রান ভারত। ধোনি অপরাজিত ১২ বলে ১৩ রান। অশ্বিন ২ বলে ৫ রান।চিন্নাস্বামীর ঢিমে উইকেটে জয়ের জন্য বাংলাদেশের সামনে ১৪৭ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত।
অশ্বিনের বাউন্ডারি।
# শেষ ওভারের প্রথম বলেই আউট জাদেজা (৮ বলে ১২ রান)।
#১৯ওভারে ভারত ৬ উইকেটে ১৩৭ রান
#১৯ তম ওভারের পঞ্চম বলেও বাউন্ডারি জাদেজার।
#১৯ তম ওভারের চতুর্থ বলে বাউন্ডারি জাদেজার।
# ১৯ তম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি ধোনির।
#রান রেট নামল সাতের নিচে। ১৮ ওভারে ভারত ৬ উইকেটে ১২৩ রান।
- এই ম্যাচ মিলিয়ে মোট পাঁচবার মুস্তাফিজুরের শিকার হলেন রোহিত। এরমধ্যে তিনবার একদিনের ম্যাচে–একবার টি–২০–তে।
#আউট যুবরাজও। ছয় বলে তিন রান করে আউট তিনি। ১৬.৫ ওভারে ভারত ৬ উইকেটে ১১৭ রান।
# রান তুলতে ঘাম ছুটছে ভারতের। ৭-এর সামান্য বেশি হারে রান উঠছে ভারতের।
#১৬ ওভারে ভারত ৫ উইকেটে ১১৪ রান।
#পরের বলে সৌম্য সরকারের অসাধারন ক্যাচে ফিরলেন হার্দিক (৭ বলে ১৫ রান)।
# আউট রায়নাও।আল আমিনের বলে ছক্কা মারতে গিয়ে আউট রায়না (২৩ বলে ৩০ রান)।ভারত ১৫.১ ওভারে চার উইকেটে ১১২ রান।
#১৫ ওভারে ৩ উইকেটে ১১২ রান।
#১৪ ওভারে ভারত ৩ উইকেটে ১০১ রান
#১৪ তম ওভারে রায়নার বাউন্ডারি। ওভারের তৃতীয় বলে ছয় মেরে পরের বলেই আউট কোহলি। শুভাগত হোমের বলে ২৪ বলে ২৪ রান করে আউট।ভারত ১৩.৪ ওভারে ৯৫ রান ৩ উইকেট ভারতের।
#১৩ ওভারে ভারতের রান ২ উইকেটে ৮৪।
#১২ ওভারে ভারত ২ উইকেটে ৭৯ রান।
#১১ ওভারে ভারতের রান ২ উইকেটে ৭৩।
#১৩ বলে ১৮ রানে অপরাজিত রায়না।
#পর পর দুটি ছক্কা রায়নার।
#জীবন পেলেন কোহলি। ক্যাচ তুলে রক্ষা।
#১০ ওভারে ভারতের রান ২ উইকেটে ৫৯।
#গত ৮ ম্যাচে ভারতের ওপেনিং জুটিতে রান ওঠার গড় মাত্র ১৩.৮৭। গড় রান রেট ৫.৬৯। জুটিতে সর্বোচ্চ রান হয়েছে ৪৩। ছবার ১৫-র কম রান।
#৯ ওভারে ভারত ২ উইকেটে ৫২ রান ।
#ভারতীয় ব্যাটসম্যানদের চাপে রেখেছেন বাংলাদেশের বোলাররা। দুটি উইকেট তুলে নেওয়ার পাশাপাশি রানের গতিতেও রাশ টেনে রেখেছেন বোলাররা।
#৮.১ ওভারে ভারত ৫০ রান পূর্ণ হল ভারতের।
#৮ ওভারে ভারত ২ উইকেটে ৪৯ রান।
#ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও সুরেশ রায়না
#৭ ওভারে ভারত ২ উইকেটে ৪৫ রান।
ভারতীয় শিবিরে দ্বিতীয় আঘাত হানল বাংলাদেশ। সাকিবের বলে লেগ বিফোর ধবন (২২ বলে ২৩ রান)
#৬ ওভারে ভারত ১ উইকেটে ৪২।
# আউট রোহিত (১৬ বলে ১৮)। মুস্তাফিজুরের বলে ছক্কা মারতে গিয়ে আউট।
ষষ্ঠ ওভারে তৃতীয় বলে ছক্কা ধবনের।
#৫ ওভারে ভারত বিনা উইকেটে ২৭
#সাকিবের বলে অল্পের জন্য রক্ষা ধবনের।
#৪ ওভারে ভারত বিনা উইকেটে ২৩
চতুর্থ ওভারের শেষ বলে মুস্তাফিজুরকে বাউন্ডারি মারলেন ধবন।
#শুরুতে কোনও তাড়াহুড়ো করছেন না ভারতের দুই ওপেনার ধবন ও রোহিত। ৩ ওভারে ভারত ১৭ রান।
#২.৩ ওভারে ভারতের রান বিনা উইকেটে ১৫।
#টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের।
#ভারতের দলে কোনও পরিবর্তন হয়নি।
ভারত-এম এস ধোনি (অধিনায়ক), আর অশ্বিন, শিখর ধবন, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, আশিস নেহরা, হার্দিক পাণ্ড্য, সুরেশ রায়না, রোহিত শর্মা, যুবরাজ সিংহ, জসপ্রিত বুমরাহ
বাংলাদেশ– মাশরফি মুর্তাজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, শাকিব-আল-হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মহম্মদ মিঠুন, শুভাগত হোম, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।
ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি ভারত। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর ইডেনে পাকিস্তানকে হারিয়েছে ভারত। এবার সেমিফাইনালে যাওয়ার পথ প্রশস্ত করতে বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতার লক্ষ্যে নামছে ধোনি-ব্রিগেড।
টি-২০-তে এখনও একবারও ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। চারটি ম্যাচের সবকটিতেই জয় অধরাই থেকেছে তাদের। বিশ্বকাপেও এখনও পর্যন্ত দুদেশের দুটি ম্যাচ হয়েছে। দুটিতেই জয়ী ভারত।