36 C
Bangladesh
Tuesday, June 6, 2023
Homeখেলারোনালদোর জোড়া গোল, পর্তুগালের বড় জয়

রোনালদোর জোড়া গোল, পর্তুগালের বড় জয়

রবার্তো মার্তিনেজের পর্তুগাল ক্যারিয়ার শুরু হলো দুটি বড় জয় দিয়ে। ভোরের সূর্য যদি দিনের পূর্বাভাস দেয়, তাহলে পর্তুগাল সমর্থকরা সামনে সুসময় আসার স্বপ্ন দেখতেই পারেন।

আবারও জোড়া গোলের দেখা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালও তুলে নিয়েছে বড় জয়। ইউরো ২০২৪ এর বাছাইপর্বে লুক্সেমবার্গকে তাদেরই মাঠে ৬-০ গোলের ব্যবধানে হারিয়েছে রবার্তো মার্তিনেজের দল।  

রবার্তো মার্তিনেজের পর্তুগাল ক্যারিয়ার শুরু হলো দুটি বড় জয় দিয়ে। ভোরের সূর্য যদি দিনের পূর্বাভাস দেয়, তাহলে পর্তুগাল সমর্থকরা সামনে সুসময় আসার স্বপ্ন দেখতেই পারেন।

আগের ম্যাচে লিখটেনস্টাইনকে ৪-০ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লুক্সেমবার্গের বিপক্ষেও একই কাজ করেছেন সিআর সেভেন। সাথে জোয়াও ফেলিক্স, বার্নার্দো সিলভা, ওটাভিও আর রাফায়েল লিয়াওয়ের গোলে পর্তুগাল জিতেছে ৬-০ গোলে।  

ম্যাচের মাত্র ৯ মিনিটেই দলকে এগিয়ে দেন অধিনায়ক রোনালদো। তার দ্বিতীয় গোলের আগে পর্তুগালের হয়ে ব্যবধান বাড়িয়ে নেন ফেলিক্স ও সিলভা। ৩১ মিনিটে রোনালদো পেয়ে যান তার দ্বিতীয় গোল। এরপর দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে বড় জয় নিশ্চিত করে মার্তিনেজের দল।  

রোনালদোর আন্তর্জাতিক গোলসংখ্যা এখন ১২২ টি। এদিকে রবার্তো মার্তিনেজ দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই ম্যাচে ১০ গোল করেছে পর্তুগাল। হজম করেনি একটিও। নিজেদের পরবর্তী ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবেন রোনালদো-ব্রুনোরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img