বাংলাদেশে সরকার করোনাভাইরাসের বিস্তার রোধের জন্য যে লকডাউন জারি করেছিল, আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত তা এক সপ্তাহের জন্য শিথিল করা হবে বলে জানানো হয়েছে। তবে আগামী ২৩ জুলাই হতে আবার কঠোর বিধিনিষেধ কার্যকর করা হবে।
সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে বিস্তারিত আদেশ আগামীকাল মঙ্গলবার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ হতে জারি করা হবে।
বাংলাদেশে মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল আজহা উদযাপনের সুবিধার্থে লকডাউনের বিধিনিষেধ শিথিল করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশে করোনাভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার নিয়ে উদ্বেগ তৈরি হওয়ার পর গত ১ জুলাই হতে এক সপ্তাহের কঠোর লকডাউন জারি করা হয়। পরে এই লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ এখনো বাড়ছে । সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ১৩ হাজার ৭৬৮ জন করোনাইরাস আক্রান্ত মানুষ শনাক্ত হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
গত বছর মার্চে করোনাভাইরাস আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হবার পর দৈনিক সংক্রমণের দিক থেকে এটিই সর্বোচ্চ।
এ নিয়ে বাংলাদেশে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জন।
[…] লকডাউন নয় দিনের জন্য শিথিল করা হলো […]