লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তারেক হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। এসময় আরো ৩ পুলিশ সদস্য আহত হয়। রোববার ভোর রাতে সদর উপজেলা পার্বতীনগর ইউনিয়নের মকরধ্বজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারেক একই এলাকার শুক্কুর আলীর ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন, মাইন উদ্দিন, হেলাল, সালাহ উদ্দিন। পরে তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
লক্ষ্মীপুর জেলার সহকারী পুলিশ সুপার জুনায়েদ কাওসার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তারেক স্থানীয় সন্ত্রাসী বাশার বাহিনীর সদস্য, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ কয়েকটি মামলা রয়েছে।