38 C
Bangladesh
Tuesday, June 6, 2023
Homeবিনোদনলক্ষ লক্ষ ডলারে বিক্রি হলো লিওনার্দোর ছবি, ভিডিও করলেন মা

লক্ষ লক্ষ ডলারে বিক্রি হলো লিওনার্দোর ছবি, ভিডিও করলেন মা

বাংলা নিউজ নেটওয়ার্ক অনলাইন

লাখ লাখ ডলারে ছেলে লিওনার্দো ডিকাপ্রিও-এর পোট্রেট কেনার জন্য দরাদরি চলছে, সেই দৃশ্য মোবাইলে ধারণ করলেন গর্বিত মা ইরমেলিন ডিকাপ্রিও। সম্প্রতি ফ্রান্সে ঘটা এই কাণ্ড ভাইরাল হয়েছে ডিজিটাল মিডিয়ায়। খবর ভ্যারাইটি।

কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে লিওনার্দোর নতুন ছবি ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’, পরিচালনা করেছেন মার্টিন স্করসেজি। প্রদর্শনী ও রেড কার্পেট মিলিয়ে পুরো আয়োজন জমিয়ে রাখেন এই জনপ্রিয় তারকা। পাশাপাশি অংশ নেন একটি নিলামে, যেখানে ১২ লাখ ইউরো বা প্রায় ১৩ লাখ ডলারে বিক্রি হয়েছে লিওনার্দোর পোট্রেট। যা এঁকেছেন ডেমিয়েন হার্স্ট।

গত ২৫ মে রাতে এইডস নিয়ে গবেষণা করে এমন একটি প্রতিষ্ঠানের আয়োজনে অংশ নেন লিওনার্দো ও ইরমেলিন। সেখানেই তহবিল সংগ্রহের উদ্দেশ্যে পোট্রেটটি নিলামে তোলা হয়।

ওই অনুষ্ঠানে অলংকার থেকে শুরু করে গাড়ি পর্যন্ত নানা ধরনের সামগ্রী নিলামে তোলা হয়। আয়োজনটিতে লম্বা সময় দেন ‘টাইটানিক’ তারকা। আর ছেলের ছবি বিক্রির প্রক্রিয়া দারুণ উপভোগ করেছেন মা ইরমেলিন। নিলামের পুরোটা সময় মোবাইলে ধারণ করেন তিনি।

ব্যক্তিগত সংগ্রহে রাখার জন্য একজন সংগ্রাহক চিত্রকর্মটি কেনেন। যা তার লিভিং রুমের দেয়ালে স্থান পাবে।

কান উৎসবকে সামনে রেখে আয়োজিত এই নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইভা লঙ্গোরিয়া, জেমস মার্সডেন, টবি মারগুইয়েরর মতো তারকারা। আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেত্রী কুইন লতিফা। নিলামে এক জোড়া কানের দুল বিক্রি হয় তিন লাখ ডলারে। কয়েকটি নামী ফ্যাশন ব্র্যান্ডের গাউন দাম পেয়েছে সাড়ে ছয় লাখ ডলার, ড্যানিয়েল ক্রেগের ‘গ্লাস ওনিয়ন: আ নাইভস আউট মিস্ট্রি’ সিনেমার জন্য অ্যান্থথি জেমসের তৈরি স্টেনলেস স্টিলের তৈরি ভাস্কর্য দাম পেয়েছে দুই লাখ ৭০ হাজার ডলার ও অ্যাস্টন মার্টিনের একটি স্পোর্টস কারের দাম উঠে ১৬ লাখ ডলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img