পাকিস্তান তেহরিক ইনসাফের নেতা এবং সাবেক ক্রিকেট তারকা ইমরান খান লন্ডনে বাড়ি কিনতে কর এড়ানোর পদক্ষেপ নেয়ার কথা স্বীকার করেছেন। তেহরিক নেতার লন্ডনে কোনো বাড়ি নেই বলে পিটিআই’এর পক্ষ থেকে ঘোষণা দেয়ার একদিন পরই দলীয় প্রধান নিজেই এ কথা জানান। তিনি বলেন ব্রিটিশ কর এড়ানোর জন্য পাকিস্তানের বাইরে একটি কোম্পানি গঠন করে তার মাধ্যমে ১৯৮৩ সালে লন্ডনে বাড়ি কিনেছেন।
নিজের ক্রিকেট খেলার দিনগুলোতে এ বাড়ি কেনা হয়েছে বলে লন্ডনের হিথরো বিমান বন্দরে সাংবাদিকদের জানান ইমরান। তিনি বলেন, কর এড়ানোর জন্য এভাবে কোম্পানি গঠনের জন্য তার হিসাবরক্ষক পরামর্শ দিয়েছিলেন। ইমরান খান বলেন, ৩৫ শতাংশ আয়কর দিতে হচ্ছিল তাকে কাজেই আরো কর এড়াতে এ কাজ করতে হয়।
লন্ডনের ফ্ল্যাট একটি বিদেশের কোম্পানির মাধ্যমে কিনেছেন উল্লেখ করে তিনি বলেন, আমি ব্রিটিশ নাগরিক নই এবং এ ভাবে ফ্ল্যাট কেনার আইনি অধিকার আমার আছে। পরে এ ফ্ল্যাট বিক্রি করে পুরো অর্থই হাবিব ব্যাংকের মাধ্যমে পাকিস্তানে ফিরিয়ে আনা হয়েছে বলে পিটিআই’এর মুখপাত্র পৃথক বিবৃতিতে জানিয়েছেন।
এদিকে, ইমরানের বক্তব্য প্রকাশিত হওয়ার পর টুইট বার্তায় পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মারিয়ম নওয়াজ বলেছেন, বিদেশি কোম্পানি প্রতিষ্ঠার ক্ষেত্রে ‘অগ্রপথিকের’ ভূমিকা পালন করেছেন ইমরান।
পানামা পেপার্সে বিদেশে কোম্পানি গঠন করে নওয়াজের মেয়ে ও ছেলেদের কর ফাঁকি দিয়ে অর্থ-সম্পদ গড়ার বিষয়টি ফাঁস হয়ে যাওয়াকে কেন্দ্র করে যখন পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়া চলছে তখন ইমরানের খবর প্রকাশিত হলো।