সাসেক্সে খেলতে গিয়ে কাঁধের ছোট-খাট চোট নিয়ে,পাঁজর আর কুঁচকির ব্যথা নিয়েও তেমন সমস্যা হয়নি, বিশ্রাম দিয়ে দিয়ে খেলতে পেরেছেন মুস্তাফিজুর। ফর্মের তুঙ্গে থাকা ফিজের আগামী নভেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বড় অঙ্কের আয় হওয়া নিশ্চিত ছিল। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ লিগ বিগ ব্যাশেও ছিল অফার। অক্টোবরে দেশের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট এবং ওয়ানডে সিরিজ, ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে ম্যাচ ফি থেকে অন্তত ১৫ লাখ টাকা ম্যাচ ফি আয়ের নিশ্চয়তাও ছিল। অথচ, সাসেক্সে খেলতে গিয়ে কাঁধের চোট আপাতত তাঁর আয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আগামী ছ’মাস তাই বোর্ডের চুক্তি থেকে মাসে ৭০ হাজার টাকা বেতনেই সন্তুস্ট থাকতে হবে মুস্তাফিজুরকে। সাসেক্সের হয়ে খেলতে গিয়ে অনুশীলনের সময়ে কাঁধে মুস্তাফিজ এতটাই চোট পেয়েছেন যে, তা থেকে সেরে উঠতে অস্ত্রোপচারের করতেই হবে।
এমআরআই রিপোর্টে বিশেষজ্ঞ সার্জন টনি কোচার এই নিদানই দিয়েছেন ক’দিন আগে। অস্ত্রোপচারের পর ৬ মাস থাকতে হবে মাঠের বাইরে, এমন পূর্বাভাসও দিয়েছেন তিনি। তাতেই বড় ভাবনায় বাংলাদেশ দলকে ফেলে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজে ২ টেস্ট, ৩ ওয়ানডে খেলতে পারবেন না মুস্তাফিজুর। নিউজিল্যান্ড সফরও মিস করবেন তিনি। দলের মূল বোলিং অস্ত্র ছাড়া মাঠে নামতে হবে বাংলাদেশকে।
আগামী ১১ আগস্ট লন্ডনের ফোর্টিয়াস ক্লিনিকের অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস মুস্তাফিজুরের কাধে অস্ত্রপচার করবেন বলে রাজি হয়েছেন। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস শুক্রবার তা নিশ্চিত করেছেন।