32 C
Bangladesh
Thursday, June 8, 2023
Homeখেলালিভারপুলকে উড়িয়ে বেনজেমার হুংকার

লিভারপুলকে উড়িয়ে বেনজেমার হুংকার

চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমের ফাইনালে লিভারপুলকে হারিয়েই শিরোপা ঘরে তুলেছিল রিয়াল মাদ্রিদ। সেই লিভারপুলকে আবারও হারিয়েছে রেকর্ড ১৪বারের চ্যাম্পিয়নরা। এবার অবশ্য শেষ ষোলোতে। অ্যানফিল্ডে গতকাল প্রথম লেগের ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র এবং করিম বেনজেমার জোড়া গোলে লিভারপুলকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল।

বড় জয় পেলেও, প্রতিপক্ষের মাঠে কিন্তু শুরুতে পিছিয়ে পড়েছিল রিয়ালই। মাত্র ১৪ মিনিটেই দুই গোল হজম করে দলটি। এরপর ভিনিসিয়াস, বেনজেমার জোড়া গোল এবং এডার মিলিতাও একটি গোল করলে কোয়ার্টার ফাইনালে এক পা রেখেই মাদ্রিদের পথ ধরে অতিথিরা।

অ্যাওয়ে ম্যাচে কঠিন পরিস্থিতিতে পড়ে বড় জয় তুলে নেওয়ার পর দলের অধিনায়ক বেনজেমা আবারও দেখছেন শিরোপার স্বপ্ন। ম্যাচ শেষে এই ফরাসি স্ট্রাইকার বলেছেন, ‘আমরা ব্যক্তিত্বের সঙ্গে খেলেছি। আমরা গোল তৈরি করেছি। আবারও আমরা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে চাই। আজকের ম্যাচটি সত্যিই অসাধারণ ছিল। এমন ম্যাচ খেলতেও ভালো লাগে, আর যারা দেখেন তাদেরও ভালো লাগে। ’

হাইভোল্টেজ ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়ার পরও দারুণ প্রত্যাবর্তন নিয়ে বেনজেমার মন্তব্য, ‘প্রথম ১৫ মিনিট পর প্রকৃত রিয়াল মাদ্রিদকে দেখেছে সবাই। আসলে এই লেভেলে ফুটবলটা বেশ কঠিন। তারা আমাদের চেয়ে ভালো খেলে ভালো সূচনা করেছিল। কিন্তু এটা ছিল একটা বড় ম্যাচ এবং আমরা সেটার জন্য প্রস্তুত ছিলাম। ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img