বাংলাদেশ ব্যাংকের লোপাট হওয়া অর্থ উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেয়ার কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি আজ রুল জারি করেছে হাইকোর্ট।
একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়। রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আজমালুল হোসেন কিউসি। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।
চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.আতিউর রহমানসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একাউন্ট থেকে হ্যাকিংয়ের মাধ্যমে ৮০০ কোটি টাকা চুরি হওয়ার পর গত ২২ মার্চ এ রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী।