৩০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। দক্ষিণ অস্ট্রেলিয়ার কুইন্সটাউনের সমুদ্র উপকূলে ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১ । এর জেরে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে কুইন্সটাউনের ১ হাজার ৭০৪ কিলোমিটার দূরে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে। কুইন্সটাউন থেকে পার্থের দূরত্ব ৪৪৭ মাইল। সেখানেও মৃদু কম্পন অনুভূত হয়। গত মাসেও একবার ভূকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল অস্ট্রেলিয়ায়।