24 C
Bangladesh
Sunday, March 26, 2023
Homeজাতীয়শনিবার সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি

শনিবার সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি

rizvi_16404_1466059768সাঁড়াশি অভিযানের নামে গণগ্রেফতারের প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন,  জঙ্গিবাদ দমনের নামে বিরোধী দলের নেতাকর্মীদের আটক করা হচ্ছে। এখন পর্যন্ত বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ২৬৮২ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এর প্রতিবাদে ১৮ জুন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সকাল ১০টায় প্রতিবাদ সমাবেশ করবে ঢাকা মহানগর বিএনপি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খান প্রমুখ।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments