বলিপাড়ায় পরিণীতি চোপড়া তার শরীর নিয়ে বেশ সমালোচনার মুখে পরেছিলেন। শরীরে অধিক মেদ থাকার কারণে প্রশ্নও উঠেছিল৷ তবে সেই প্রশ্নের জবাব কাজের মাধ্যমে দিয়েছিলেন পরিণীতি৷ পরবর্তীকালে নির্মেদ শরীর নিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি৷ এখনও শরীরের বিষয়টিকে তোয়াক্কা করেন না ২৭ বছর বয়সী এই অভিনেত্রী৷ তাঁর মতে দেহ নিয়ে মন্তব্য সবসময়েই অসম্মানজনক, তা প্রশংসা বা নিন্দা সব ক্ষেত্রেই৷
সম্প্রতি পরিণীতি একথা এক সাক্ষাতকারে জানিয়েছেন, ‘কারও দেহ নিয়ে মন্তব্য করা একেবারেই অনুচিত৷ শারীরিক গঠন একদমই ব্যক্তিগত বিষয়৷ তা সুন্দর হলেও আলাদা করে বলার কিছু নেই আর অন্য রকম হলেও সমালোচনা করার অধিকার নেই কারও৷’ পরিণীতি আরও বলেন, শরীর স্বাহ্য যেমন রয়েছে সেটা নিয়েই নিজের খুশি থাকাটা বেশি গুরুত্বপূর্ণ৷ কারণ নতুন ট্রেন্ড খুব তাড়াতাড়ি অতীত হয়ে যাবে বলে মনে করেন এই নায়িকা৷