34 C
Bangladesh
Monday, June 5, 2023
Homeজাতীয়শহীদ মিনারে আজ শ্রদ্ধায় সিক্ত হবেন ড. জাফরুল্লাহ

শহীদ মিনারে আজ শ্রদ্ধায় সিক্ত হবেন ড. জাফরুল্লাহ

আজ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও গার্ড অফ অনার প্রদানের মধ্য দিয়ে ডাক্তার জাফরুল্লাহর বিদায়ী আনুষ্ঠানিকতা শুরু হবে। ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান, প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলতাফুন্নেছা।

আলতাফুন্নেছা বলেন, বেলা আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে হবে প্রথম জানাজা। তবে, জাফরুল্লাহর দেহ দান করা বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসা যায়নি বলেও গণমাধ্যমকে জানানো হয়।

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর শেষকৃত্য সম্পর্কে জানাতে আয়োজিত হয় সংবাদ সম্মেলন। এসময় মাহমুদুর রহমান মান্না, জুনায়েদ সাকি, নুরুল হক নুরসহ তার বোন ও দীর্ঘ দিনের সহকর্মীরা উপস্থিত হন।

ডাক্তার জাফরুল্লাহর প্রয়াণ দেশের এক অভাবনীয় ক্ষতি বলে উল্লেখ করেন উপস্থিত রাজনীতিবিদ ও শুভাকাঙ্ক্ষীরা। এসময় কেউ তার সাথে কাটানো মুহূর্তের স্মৃতিচারণ করেন তারা।

পরে সংবাদ সম্মেলনে, বৃহস্পতিবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদন, গার্ড অফ অনার প্রদান করা হবে বলে জানানো হয়। আর শুক্রবার, বাদ জুম্মা দ্বিতীয় নামাজে জানাজা সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলেও জানান তারা। তবে, দাফন করা হবে নাকি দেহ দান করা হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছুই জানতে পারেননি তারা।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন দেশের এই কিংবদন্তি স্বাধীনতার সৈনিক ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। নিজ হাতে গড়া প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতালের আইসিইউতে মঙ্গলবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img