গুজরাতের আমদাবাদে ‘আক্রান্ত’ বলিউড অভিনেতা শাহরুখ খান। বর্তমানে ‘রইস’ সিনেমার শ্যুটিংয়ের জন্য গুজরাতে রয়েছেন। আজ ভোর পাঁচটা নাগাদ আমদাবাদে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী শাহরুখের গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ে। তারা ‘জয় শ্রীরাম ও শাহরুখ খান, হায় হায় স্লোগান’ দিচ্ছিল। রুমালে মুখ ঢেকে ছিল তারা। হিন্দুত্ববাদী সংগঠনগুলির কর্মীরা ওই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।
যে গাড়িতে হামলা চালানো হয়েছে সেই তাতে চেপেই শাহরুখের শ্যুটিংয়ে যাওয়ার কথা ছিল। হামলায় গাড়ির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
চলতি মাসের গোড়ার দিকে বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা গুজরাতের ভুজে শাহরুখের সিনেমা ‘রইস’-এর শ্যুটিংয়ের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছিল। উল্লেখ্য, গত নভেম্বরে অসহিষ্ণুতা বিতর্কে মুখ খোলেন শাহরুখ। তাঁর মন্তব্যের প্রতিবাদে গুজরাত, রাজস্থান সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখায় হিন্দুত্ববাদী সংগঠনগুলি। তারা শাহরুখের ‘দিলওয়ালে’ সিনেমা বয়কটের ডাকও দিয়েছিল।
সূত্র: এবিপিআনন্দ