24 C
Bangladesh
Sunday, March 26, 2023
Homeজাতীয়শিক্ষাখাতে প্রধানমন্ত্রীর বিনিয়োগ

শিক্ষাখাতে প্রধানমন্ত্রীর বিনিয়োগ

Hasinaপ্রাধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেরও ছেলে-মেয়েদের মেধা অনেক বেশি। তাদের মেধা বিকাশে সুযোগ দিতে হবে। আর এই সুযোগ সৃষ্টিতেই বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রোববার রাজধানীর ওসমানী মিলনায়তনে স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের ‘সুপ্ত প্রতিভা’ খুঁজতে জাতীয়ভাবে আয়োজিত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে ২০১৫ ও ২০১৬ সালের বিজয়ী ২৪ প্রতিযোগীর গলায় পদক পরিয়ে দেন তিনি। সেই সঙ্গে প্রত্যেক মেধাবীকে দেওয়া হয় সনদ ও এক লাখ টাকার চেক।

তিনি বলেন, শিক্ষাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। প্রত্যেক উপজেলায় একটি সরকারি কলেজ প্রতিষ্ঠা করা হবে। শিক্ষার জন্য আমরা যে খরচ করি তাকে খরচ মনে করি না, আমরা মনে করি এটা বিনিয়োগ।

তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এ বাংলাদেশ সত্যিই উজ্জ্বল হবে। আজকের নতুন প্রজন্ম ভবিষ্যতে নিজেদের এক একটা সোনার টুকরা হিসেবে গড়ে তুলেব।

শেখ হাসিনা বলেন, শিক্ষা ছাড়া কখনও কোনো একটা জাতি উন্নতি লাভ করতে পারে না।  শিক্ষার সাথে সাথে বিশ্ব এগিয়ে যাচ্ছে। শিক্ষা ছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয়। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর দেখি সরকারি অফিসগুলোতে কেউ কম্পিউটার ব্যবহার করতো না। এখন সব জায়গায় কম্পিউটার ব্যবহার হচ্ছে।

এ বছর সারা দেশের দুই লাখ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের মধ্যে ১০৮ জন চূড়ান্ত পর্বের প্রতিযোগীয় অংশ নেয়।

‘দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৬’ প্রতিযোগিতায় নির্বাচিত জাতীয় পর্যায়ের সেরা ১২ জন এবং ২০১৫ সালের নির্বাচিত সেরা ১২ জন মেধাবীর হাতে পুরস্কার তুলে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments