শেষমেশ ক্লিন বোল্ড হয়ে গেলেন সলমনও। আরবাজ ও মালাইকার বিয়ে বাঁচাতে মাঠে নেমেছিলেন ভাইজানও। কিন্তু শেষ রক্ষা হল না। ডিভোর্স হচ্ছে আরবাজ-মালাইকার। যদিও এসব শোনা খবর। খান পরিবারের তরফ থেকে মুখ খোলেননি কেউই। তবে এবার বাঁধ ভেঙেছে ধৈর্যের। মালাইকা-আরবাজ ডিভোর্স জল্পনায় মুখ খুলেন বাবা সেলিম।
সম্প্রতি সাংবাদিকের দেওয়া এক সাক্ষাৎকারে সেলিম জানিয়েছেন, “আমি একজন লেখক। সুতরাং কারও অ্যাফেয়ার বা ব্রেকআপ নিয়ে আমাকে প্রশ্ন না করাই ভাল। আর বাড়িতে ছেলেদের ব্যক্তিগত বিষয়ে আমি মাথা ঘামাই না। ওরা এখন বড় হয়েছে। এ সব ওরা নিজেরাই সামলাবে। আমি এ নিয়ে কোনও কথা বলতে চাই না”।
বি-টাউনের জোর খবর আরবাজকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মালাইকে। খুব শীঘ্রই কোর্টে কেস ফাইল করবেন বলিপাড়ার এই মালাইকা। গুঞ্জন মার্কিন এক ব্যবসায়ীর প্রেমে পড়েছেন আইটেম গার্ল। সেকারণেই আরবাজের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন মালাইকা।