কিশোরগঞ্জ শোলাকিয়ায় ৭ই জুলাই সকালে ঈদেরে জামাতে পুলিশের টেকপোস্টে বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন জাহিদুল হক ওরফে তানিমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড পেয়েছে পুলিশ। গতকাল রবিবার রাতে কিশোরগঞ্জের বিচারিক হাকিম আব্দুস সালাম এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী বলেন, রোববার রাতে ২৪ বছর বয়সী জাহিদুলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন।
মামলার অপর আসামি শরীফুল ইসলাম ওরফে শফিউল ইসলাম ওরফে সাইফুল ইসলাম ওরফে আবু মোকাদ্দেল সুস্থ হওয়ার পর বিচারক তাকে দ্রুত আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বলে পরিদর্শক মুর্শেদ জানান।
সাইফুল র্যাব হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।