বাংলাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে। গুলশান হামলার রেশ না কাটতেই ঈদের সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের মাঠের কাছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর বোমা হামলায় এক কনস্টেবল নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে শেলাকিয়া মাঠের সোয়া কিলোমিটার দূরে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ফটকের কাছে এই হামলার ঘটনা ঘটে বলে কিশোরগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদরদপ্তর ) ওবায়দুল হাসান জানান।
পুলিশ বলছে সকাল নয়টার কিছু পরে মাঠের মূল প্রবেশ পথের এক কিলোমিটারের মধ্যে এই বিস্ফোরণ হয়।
তবে বিস্ফোরণটি কিসের তা নিশ্চিত করেনি পুলিশ। এলাকায় বিজিবি ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
কিশোরগঞ্জের গোয়েন্দা বিভাগের একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক মজুমদার বিবিসি বাংলাকে বলেন মাঠের পাশে আজিমউদ্দিন হাই স্কুল রয়েছে সেখান থেকে মাঠের মূল প্রবেশ পথ এক কিলোমিটারের মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তবে কোন হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত করতে পারেন নি তিনি।
এদিকে স্থানীয় গণমাধ্যমে একজন নিহত হয়েছে বলে খবর দিচ্ছে।
উল্লেখ্য শোলাকিয়ার এই মাঠে প্রতিবছর কয়েক লক্ষ মানুষ ঈদের নামাজ আদায় করেন।