24 C
Bangladesh
Wednesday, December 7, 2022
Home নির্বাচিত শ্যুটিং শুরু হল ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৮’

শ্যুটিং শুরু হল ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৮’

fast-and-furiousমিথ্যে নয় সত্যি৷ আগের সাতটায় স্পোর্টস কার থাকলেও ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর নতুন ছবিতে থাকছে স্রেফ ভিনটেজ গাড়ি৷ আর লোকেশন-এও চমক… ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির ৮ নম্বর ছবির শ্যুটিং শুরু হল৷ এক এক বার এক এক দেশে ঘটতে থাকে গাড়ির দৌড়৷ কখনও টোকিও, কখনও রিও ডি জেনেইরো আবার কখনও লন্ডন কিংবা আবুধাবি৷ ৮ নম্বর ছবির লোকেশনে রয়েছে জোর চমক৷ এই ছবির প্রেক্ষাপট কিউবা৷ এর আগে সাত-সাতটি ছবি দুনিয়া কাঁপিয়েছে, রোজগার করেছে প্রায় ৪ বিলিয়ন ডলার৷ প্রতিটি ছবিতেই দেখা গিয়েছে এক সে বড়সড় রেসিংকার৷ বস্ত্তত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের ইউএসপি ছিল গতি৷ ভিন ডিজেল থেকে ডোয়েন জনসন সকলেই পর্দা কাঁপিয়েছেন রেসিং কার-এর গতি দিয়ে৷ সেখানে এই প্রথম এই সিরিজে ব্যবহার হবে ভিনটেজ গাড়ি৷ সেলোকেশনের বাইরে এই ছবির আরও এক চমক হল এই প্রথম এই ফ্র্যাঞ্চাইজির ছবিতে গাড়ির দৌড়ে থাকছে না কোনও স্পোর্টসকার, থাকছে অ্যান্টিক-টাইপ কিউবার ভিনটেজ গাড়ি৷ গত সন্তাহে কিউবায় এই ছবির শ্যুটিং শুরু হল আর সেই প্রেক্ষিতে ইউভার্সাল পিকচার্স এক ভিডিও পেশ করেছেন যেখানে দেখা যাচ্ছে এই ছবির প্রাথমিক লুক৷ এই ভিডিওতে অভিনেতা ভিন ডিজেল জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিউবার মধ্যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক আরও একবার গড়ে ওঠার পর এই প্রথম এই দেশে কোনও হলিউডি ছবির শ্যুটিং হচ্ছে৷ এই ভিডিওতে দেখা যাচ্ছে কিউবার রাস্তায় ভিনটেজ কার-এর দৌড়ের কিছু দৃশ্য যেখানে রয়েছেন অভিনেতা মিশেল রডরিগেজ, যাঁকে দেখা গেল স্থানীয় মানুষদের সঙ্গে রাস্তাতেই নাচতে৷ ‘স্ট্রেট আউটা কম্পটন’ ছবির পরিচালক এফ গ্যারি গ্রে রয়েছেন এই ছবির পরিচালনার দায়িত্বে৷ অভিনয়ে আছেন ডোয়েন জনসন, টাইরিস গিবসন, লুডাক্রিস এবং জেসন স্ট্যাথাম৷ এর বাইরে আর রয়েছেন চার্লিজ থেরন এবং ‘গেম অফ থ্রোনস’-এর অভিনেতা ক্রিস্টোফার হিবজু৷ স্ট্রিট রেসিং মুভি ফ্র্যাঞ্চাইজির এই ছবি মুক্তি পাবে ২০১৭ সালের ১৪ এপ্রিল৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কর জালিয়াতির মামলায় ট্রাম্প অর্গানাইজেশন দোষী সাব্যস্ত 

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের দ’ুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কর জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। নিউইয়র্ক জুরি মঙ্গলবার ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন ও...

রূপকথার ট্রাইব্রেকারে স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

এ যেন রূপকথার গল্প। সাবেক বিশ চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে প্রথমবারের মতো এবং এবারের বিশকাপের আফ্রিকার প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে...

রামোসের হ্যাট্টিকে ১৬ বছর পর কোয়াটার্র ফাইনালে রোনালদোর পতুর্গাল

স্ট্রাইকার গনসালো রামোসের হ্যাট্টিকে  সুইজারল্যান্ডকে বড়  ব্যাবধানে  হারিয়ে কাতার বিশকাপের কোয়াটার্র ফাইনাল নিশ্চিত করেছে  পতুর্গাল। টুর্নামেন্টে আজ শেষ ষোলোর...

বাংলাদেশ এখন আদর্শ বিনিয়োগের কেন্দ্র : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিনিয়োগের জন্য বিশ্বের সবচেয়ে আদর্শ স্থান হিসেবে বর্ণনা করে পারস্পরিক সুবিধার্থে বৃহত্তর বিদেশী ও স্থানীয় বিনিয়োগ কামনা করেছেন।তিনি...

Recent Comments