24 C
Bangladesh
Sunday, March 26, 2023
Homeনির্বাচিতশ্যুটিং শুরু হল ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৮’

শ্যুটিং শুরু হল ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৮’

fast-and-furiousমিথ্যে নয় সত্যি৷ আগের সাতটায় স্পোর্টস কার থাকলেও ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর নতুন ছবিতে থাকছে স্রেফ ভিনটেজ গাড়ি৷ আর লোকেশন-এও চমক… ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির ৮ নম্বর ছবির শ্যুটিং শুরু হল৷ এক এক বার এক এক দেশে ঘটতে থাকে গাড়ির দৌড়৷ কখনও টোকিও, কখনও রিও ডি জেনেইরো আবার কখনও লন্ডন কিংবা আবুধাবি৷ ৮ নম্বর ছবির লোকেশনে রয়েছে জোর চমক৷ এই ছবির প্রেক্ষাপট কিউবা৷ এর আগে সাত-সাতটি ছবি দুনিয়া কাঁপিয়েছে, রোজগার করেছে প্রায় ৪ বিলিয়ন ডলার৷ প্রতিটি ছবিতেই দেখা গিয়েছে এক সে বড়সড় রেসিংকার৷ বস্ত্তত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের ইউএসপি ছিল গতি৷ ভিন ডিজেল থেকে ডোয়েন জনসন সকলেই পর্দা কাঁপিয়েছেন রেসিং কার-এর গতি দিয়ে৷ সেখানে এই প্রথম এই সিরিজে ব্যবহার হবে ভিনটেজ গাড়ি৷ সেলোকেশনের বাইরে এই ছবির আরও এক চমক হল এই প্রথম এই ফ্র্যাঞ্চাইজির ছবিতে গাড়ির দৌড়ে থাকছে না কোনও স্পোর্টসকার, থাকছে অ্যান্টিক-টাইপ কিউবার ভিনটেজ গাড়ি৷ গত সন্তাহে কিউবায় এই ছবির শ্যুটিং শুরু হল আর সেই প্রেক্ষিতে ইউভার্সাল পিকচার্স এক ভিডিও পেশ করেছেন যেখানে দেখা যাচ্ছে এই ছবির প্রাথমিক লুক৷ এই ভিডিওতে অভিনেতা ভিন ডিজেল জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিউবার মধ্যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক আরও একবার গড়ে ওঠার পর এই প্রথম এই দেশে কোনও হলিউডি ছবির শ্যুটিং হচ্ছে৷ এই ভিডিওতে দেখা যাচ্ছে কিউবার রাস্তায় ভিনটেজ কার-এর দৌড়ের কিছু দৃশ্য যেখানে রয়েছেন অভিনেতা মিশেল রডরিগেজ, যাঁকে দেখা গেল স্থানীয় মানুষদের সঙ্গে রাস্তাতেই নাচতে৷ ‘স্ট্রেট আউটা কম্পটন’ ছবির পরিচালক এফ গ্যারি গ্রে রয়েছেন এই ছবির পরিচালনার দায়িত্বে৷ অভিনয়ে আছেন ডোয়েন জনসন, টাইরিস গিবসন, লুডাক্রিস এবং জেসন স্ট্যাথাম৷ এর বাইরে আর রয়েছেন চার্লিজ থেরন এবং ‘গেম অফ থ্রোনস’-এর অভিনেতা ক্রিস্টোফার হিবজু৷ স্ট্রিট রেসিং মুভি ফ্র্যাঞ্চাইজির এই ছবি মুক্তি পাবে ২০১৭ সালের ১৪ এপ্রিল৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments