সস্ত্রাসকে উৎসাহ দেওয়ার মত কোন কিছুই বলেনি ডা. জাকির নাইক। তবুও সংবাদমাধ্যমগুলি তাঁর বক্তব্যকে বিকৃত করে তাঁর নামে কুৎসা রটাচ্ছে। একইসঙ্গে কোনও তদন্তকারী সংস্থা ডাঃ জাকির নায়েকের বিরুদ্ধে কোনও সন্ত্রাস ছড়ানোর বা সন্ত্রাসে মদত দেওয়ার মতো কোনও অভিযোগ আনতে পারেনি। সেই কারণে দশটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ডাঃ জাকির নায়েক। শনিবার সৌদি আরবের মদিনা থেকে স্কাইপে এক ভিডিও কনফারেন্সে এই কথা জানিয়েছেন ইসলাম ধর্ম প্রচারক ডাঃ জাকির নায়েক। যদিও কোন কোন সংবাদমাধ্যমের বিরুদ্ধে তিনি মানহানির মামলা করবেন সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।