25 C
Bangladesh
Thursday, March 30, 2023
Homeজাতীয়সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ সহায়তার প্রস্তাব

সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ সহায়তার প্রস্তাব

Nisha-Biswalযুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশের সন্ত্রাস দমনে সক্ষমতা তৈরিতে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ সহায়তার প্রস্তাব দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল আজ বাংলাদেশ ও য্ক্তূরাষ্ট্রের দ্বি-পাক্ষিক সম্পর্ক ও নিরাপত্তা বিষয় নিয়ে সাক্ষাৎকালে এ প্রস্তাব দেন।
এসময় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী মানপ্রিত আনন্দ এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট উপস্থিত ছিলেন।
আজ ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ভুক্তভোগীদের জন্য তার সমবেদনা জানান।
সহকারী পররাষ্ট্রমন্ত্রী বিসওয়াল বলেন, “বাংলাদেশী জনগণের সাথে আমারাও শোকাহত, এবং এই দেশের প্রতি আমাদের সমর্থনে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”
তিনি বলেন, “বাংলাদেশের প্রতি আমাদের সমর্থন ও সহযোগিতা সব সময়ের মতই অটুট থাকবে।”
তিনি বলেন, “বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তায় বাংলাদেশী আইন-শৃংখলা বাহিনীর নিরন্তর প্রচেষ্টাকে আমারা সাধুবাদ জানাই, এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় আমাদের সহায়তা আমরা অব্যাহত রাখব, এ এক বৈশ্বিক হুমকি যা আমাদের দু’দেশকেই মোকাবেলা করতে হচ্ছে।” বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments