27 C
Bangladesh
Saturday, April 1, 2023
Homeজাতীয়সন্দেহের ভিত্তিতে জাবির শিক্ষার্থী আটক

সন্দেহের ভিত্তিতে জাবির শিক্ষার্থী আটক

160802115145_bayzid_shikdar_with_parents_640x360_rupakaich_nocreditজঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে শ্রেণিকক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আনসারুল্লাহ বাংলা টিমের আটক শিক্ষার্থীদের কাছ থেকে তথ্যের ভিত্তিতে ওই শিক্ষার্থীকে আটক করা হয় বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।  তার নাম ইব্রাহীম ইবনে মোশাররফ। জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ২০১২-১৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন ইব্রাহীম। পরে তিনি ২০১৩-১৪ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইআইটি বিভাগে ভর্তি হন।  ইব্রাহীম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকতেন না, রাজধানীর কল্যাণপুর থেকে ক্লাস করতেন। ফেসবুকে তার আইডির নাম ইব্রাহীম আদহাম (বাংলাতে)।  আইডিতে তার কোনো ছবি নেই, পরিচয় শনাক্ত করার মত তথ্যও পাওয়া যায়নি। তবে টাইমলাইনে ধর্মীয় বিভিন্ন বিষয়ে পোস্ট দেখা গেছে।  ইব্রাহীম সৌদি আরব ও বাংলাদেশের দ্বৈত নাগরিক।  তার জন্ম সৌদি আরবে।  পাঁচ বছর বয়স পর্যন্ত তিনি পরিবারের সাথে সেখানে ছিলেন। উল্লেখ্য, শনিবার দুপুর পৌনে ১টার দিকে গণিত ও পরিসংখ্যান ভবনের আইআইটি বিভাগের একটি কক্ষে ক্লাস চলাকালে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে নিয়ে যায়। এ ব্যাপারে বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক কেএম আক্কাছ আলী বলেন, একজন শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয়েছে।  যারা নিয়ে গেছে তারা পুলিশ নাকি অন্য কেউ জানি না।  আমাকে কেউ জানায়নি, অনুমতিও চায়নি। এ ব্যাপারে উপাচার্য ড. ফারজানা ইসলাম গণমাধ্যমকে বলেন, আমাকে অবহিত করা হয়েছে, অনুমতি চাওয়া হয়নি।  দুই-তিনদিন আগে পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে ফোন করে বলা হয়েছিল যে, তারা একজন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করতে চান।  কিন্তু কবে কিংবা কখন আসবেন তারা তা কিছু বলা হয়নি।   তাকে নিয়ে যাওয়ার সময় তিনি জানেন না বলে জানান।  এ কথা তিনি পরে জেনেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments