29 C
Bangladesh
Tuesday, March 28, 2023
Homeজাতীয়সফল অস্ত্রপচার সম্পন্ন বৃক্ষমানবের

সফল অস্ত্রপচার সম্পন্ন বৃক্ষমানবের

20ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসারত  বৃক্ষমানব আবুল বাজানদারের নয় সদস্যের সার্জারি টিমের নেতৃত্ব সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে শনিবার সকালে প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে তার ডান হাতে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আবুল বাজানদারের ডান হাত থেকে শিকড়ের মতো দেখতে জিনিসগুলো অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে।

নয় সদস্যের সার্জারি টিমের নেতৃত্ব দেন অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি জানিয়েছেন, আবুল বাজানদারের ডান হাতের আঙ্গুলগুলো চিহ্ণিত করা গেছে।

তিনি আরও জানান, প্রথমে ডান হাতের দুটি আঙ্গুলে অস্ত্রোপচার করার কথা ছিল। কিন্তু অস্ত্রোপচার শুরু করার পর তারা পাঁচটি আঙ্গুলেই করার সিদ্ধান্ত নেন।

তিন সপ্তাহ পর রোগীর অবস্থা দেখে বাম হাতেও একইভাবে অস্ত্রোপচার করা হবে বলে তিনি জানান। চিকিৎসকদের মতে আবুল বাজানদার ‘ট্রি ম্যান’ সিনড্রম নামে পরিচিত রোগে আক্রান্ত।। তাঁর হাত ও পায়ের আঙুলগুলো গাছের শিকড়ের মতো হয়ে গেছে এবং দিনে দিনে তা বড় হচ্ছে ।

হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণের কারণে এ রোগ হয় ।

১০ বছর ধরে মিস্টার বাজানদার এই রোগে ভুগছেন। তবে গতমাসের শেষদিকে তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয় ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments