প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় গ্রেফতারকৃত বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানের সাতদিনের রিমান্ডের আবেদন জানাবে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।পল্টন থানায় গত বছরের আগস্টে দায়ের হওয়া ওই মামলায় শনিবার সকাল ৮টায় শফিক রহমানকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। তাকে বর্তমানে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি’র উপ-কমিশনার (ডিসি) মাসরুকুর রহমান খালেদ জানান, শফিক রেহমানকে দুপুর দুইটার দিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন জানানো হবে।