34 C
Bangladesh
Monday, June 5, 2023
Homeখেলাসাকিব-মুশফিকের হাফ-সেঞ্চুরিতে জবাব দিচ্ছে বাংলাদেশ

সাকিব-মুশফিকের হাফ-সেঞ্চুরিতে জবাব দিচ্ছে বাংলাদেশ

অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের জোড়া হাফ-সেঞ্চুরিতে ঢাকা টেস্টে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাব শক্ত হাতে দিচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৩৭ ওভারে ৩ উইকেটে ১৭০ রান করেছে টাইগাররা। ৭ উইকেট হাতে নিয়ে ৪৪ রানে পিছিয়ে বাংলাদেশ। সাকিব ৭৪ ও মুশফিক ৫৩ রানে অপরাজিত আছেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনই ২১৪ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে দিন শেষে ২ উইকেটে ৩৪ রান করেছিলো বাংলাদেশ। ৮ উইকেট হাতে নিয়ে ১৮০ রানে পিছিয়ে ছিলো টাইগাররা। বাংলাদেশের তামিম ২১ ও নাজমুল হোসেন শান্ত শূন্যতে ফিরেন। ১২ রানে অপরাজিত ছিলেন মোমিনুল হক।
দ্বিতীয় দিনের প্রথম বলেই আজ বাউন্ডারি হাঁকান মোমিনুল। কিন্তু নিজের ইনিংস বড় করতে পারেননি তিনি। দিনের তৃতীয় ওভারেই ১৭ রান করা মোমিনুলকে বাল্ড করেন পেসার মার্ক অ্যাডায়ার। ৩৪ বল খেলে ৪টি চার মারেন মোমিনুল।
৪০ রানে তৃতীয় ব্যাটার হিসেবে মোমিনুলের বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। দলকে চাপ মুক্ত করতে আয়ারল্যান্ডের বোলারদের উপর চড়াও হন উইকেটে নতুন ব্যাটার সাকিব। মুশফিকের সাথে জুটির শুরু থেকেই ওয়ানডে মেজাজে ব্যাট করেন সাকিব। এতে ৫৪ বলেই জুটিতে ৫০ রান উঠে যায়। মারমুখী ব্যাটিং অব্যাহত রেখে ৪৫ বলে টেস্ট ক্যারিয়ারের ৩১তম হাফ-সেঞ্চুরির দেখা পান সাকিব।
১০৯ বলে জুটিতে ১শ পূর্ণ করেন মুশফিক-সাকিব। এই নিয়ে পঞ্চমবারের মত জুটিতে ১শ করলেন মুশফিক ও সাকিব। জুটিতে সর্বোচ্চ পাঁচবার সেঞ্চুরি করেছেন হাবিবুল বাশার ও জাভেদ ওমরও। সাকিব-মুশফিক ৬৫তম ইনিংসে ও হাবিবুল-জাভেদ ৩২ ইনিংসে পাঁচবার সেঞ্চুরির জুটি গড়েন।
দ্রুত রান তুলতে না পারলেও, সাকিবকে দারুণভাবে সঙ্গ দিয়ে ৬৯ বলে টেস্ট ক্যারিয়ারে ২৬তম হাফ-সেঞ্চুরির দেখা পান মুশফিক। দারুন ব্যাটিংয়ে অপরাজিত থেকেই প্রথম সেশন শেষ করেন মুশফিক ও সাকিব।
৭৭ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৫৩ রানে অপরাজিত মুশফিক। ১২টি চারে ৭৪ বলে ৭৪ রান নিয়ে বিরতিতে যান সাকিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img