বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সাভারে একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন। আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ডগরমোড়া এলাকার জালাল আহমেদ নিট কম্পোজিট লিমিটেড কারখানায় এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মে মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সকালে জালাল আহমেদ নিট কম্পোজিট লিমিটেড কারখানার দুই শতাধিক শ্রমিক কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রাখেন। তারা বিক্ষোভ মিছিল করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন। খবর পেয়ে শিল্প পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
ঈদকে সামনে রেখে পোশাক কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন ও ঈদ বোনাস না দেয়ায় শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে শিল্প পুলিশ-১-এর পরিদর্শক হারুনুর রশিদ বলেন, ‘শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস দেওয়ার জন্য আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করছি।’
এছাড়া যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।