32 C
Bangladesh
Thursday, June 8, 2023
Homeসারাদেশসারাদেশে ঝড় বৃষ্টির আভাস দিলেন আবহাওয়া অধিদপ্তর

সারাদেশে ঝড় বৃষ্টির আভাস দিলেন আবহাওয়া অধিদপ্তর

বাংলা নিউজ নেটওয়ার্ক ডেষ্ক

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ সোমবার ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিপাতের প্রবণতা আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ দূর হতে পারে জানিয়েছে সংস্থাটি। গতকাল দেশের বিস্তৃত এলাকাজুড়ে বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ছিল কালবৈশাখী ঝড়। বৃষ্টির কারণে গরমের অস্বস্তি কমেছে।

এসব তথ্য নিশ্চিত করে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগেই বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বেশি ৭৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে। গত রাতে ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা, মাদারীপুর ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলেও জানান মো. ওমর ফারুক।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি. মি. বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img