ব্রহ্মপুত্র, যমুনা, ধরলা ও ঘাঘট নদ-নদীর পানি হ্রাস অব্যাহত থাকায় আগামী কয়েক দিনে গাইবান্ধা, জামালপুর, সিরাজগঞ্জ, বগুড়া ও কুড়িগ্রাম জেলার বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকবে। একই সাথে ৪৮ ঘণ্টায় পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পদ্মা নদীসংলগ্ন রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও শরীয়তপুর জেলার বন্যা পরিস্থিতির সামান্য অবনতি অব্যাহত থাকবে। তবে ৪৮ ঘণ্টা পর এসব জেলার বন্যা পরিস্থিতিরও উন্নতি শুরু হবে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন জানান, নদ-নদীর পানি আগামী কয়েক দিনে আরো হ্রাস পেতে পারে। ফলে ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকার নদ-নদীতীরবর্তী জেলাগুলোর বন্যা পরিস্থিতির উন্নতি হবে।