আস্ত একটা গাড়ি গোল্ড প্লেটেড। দুবাই অটো ইভেন্টে প্রদর্শিত হল এমনই বিলাসবহুল গাড়ি। যার দাম এক মিলিয়ন ডলার। অর্থাত্ ভারতীয় মুদ্রায় সাড়ে সাত কোটিরও বেশি।’গডজিলা’। অটোমেকানিকা দুবাই ২০১৬-তে এই নামের সোনার স্পোর্টস কার প্রকাশ্যে আনল নিশান আর-৩৫ জিটি-আর কার। অতিরিক্ত হর্সপাওয়ারের এই গাড়ি ৩.৮ লিটার সোনার কভারে মোড়া। গডজিলার ইঞ্জিনে যে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে, তা রেস চলাকালীন বিশেষ সুবিধা দেবে চালককে। ক্লাচ আর গিয়ারেও রয়েছে বিশেষ অভিনবত্ব। ২০০১৬-র অটো ইভেন্টে নিসান জিটি-আর-এর এই সোনার গাড়ি সাড়া ফেলে দিয়েছে দুবাইজুড়ে। বাজারের অন্যতম সুপারকার প্রস্তুতকারক হিসেবে নিজেদের জায়গা আরও শক্তপোক্ত করেছে এই কোম্পানি।