সিরাজগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠণ জেএমবি-র ৪ জন নারী সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
এরা হলেন- সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী নাদিয়া তাবাসুম রানী (৩০), বগুড়ার শাহজাহানপুরের ক্ষুদ্র ফুলকট গ্রামের খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার রুমা (২২), পরানবাড়িয়া গ্রামের মামরুল ইসলাম সরদারের স্ত্রী রুমানা আক্তার রুমা (২১) ও গাইবান্দার গোবিন্দগঞ্জের পোচাদহ গ্রামের সুজন আহম্মেদ বিজয়ের স্ত্রী রুমা খাতুন (১৯)।
রোববার ভোররাতে সিরাজগঞ্জের মাসুমপুর এলাকার একটি বাড়ি থেকে ঐ নারীদের আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের একজন পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, ঐ বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, আটককৃত নারীরা বেশ কিছুদিন ঐ এলাকায় একটি বাড়ি ভাড়া করে থাকছিলেন। তাদের কেউ সিরাজগঞ্জের স্থানীয় নন।
নাশকতার উদ্দেশ্যেই তারা ঐ বাড়িটি ভাড়া করে অবস্থান করছিলো বলে ধারণা করছিলো গোয়েন্দা পুলিশ।