সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় বৃহস্পতিবার অন্তত ১৫ বেসামরিক লোক নিহত হয়েছে।
এক পর্যবেক্ষণ সংস্থা একথা জানিয়েছে।
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলে বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়।
পর্যবেক্ষণকারী সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘মধ্যরাতের পর (বৃহস্পতিবার সকালে) গান্দুরা শহরে আন্তর্জাতিক জোট বাহিনীর বিমান হামলায় অন্তত ১৫ বেসামরিক লোক নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।’
শহরটি মানবিজ থেকে ২৩ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত। এটি তুরস্ক ও জিহাদিদের ঘাঁটি রাকার মধ্যাঞ্চলে অবস্থিত কৌশলগত পথ।
মার্কিন সেনাবাহিনী বৃহস্পতিবারের এই হামলার কথা স্বীকার করে জানিয়েছে, এতে বেসামরিক লোকের মৃত্যু হয়ে থাকতে পারে।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতার নজরদারির দাযিত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ‘এই অভিযানের পর আজ সিরিয়ার মানবির কাছে বেসামরিক লোক হতাহত হয়ে থাকতে পারে। অভ্যন্তরীণভাবে এক প্রতিবেদনে এ তথ্য জানার পর তারা ঘটনাটি খতিয়ে দেখছে।’
গত সপ্তাহে মানবির কাছে জোট বাহিনীর চালানো বিমান হামলায় বেসামরিক লোক নিহত হয়েছে বলে যে দাবি করা হয়েছে সে ব্যাপারে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরুর একদিন পর সর্বশেষ এই হামলাটি চালানো হল।
অবজারভেটরি ও স্থানীয় বাসিন্দারা জানায়, ১৯ জুলাইয়ের হামলায় শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক লোক প্রাণ হারায়।