সিরিয়ার আলেপ্পো নগরীতে গত ২৪ ঘন্টায় একটি স্থানীয় ব্লাড ব্যাংক ও ৪টি অস্থায়ী হাসপাতালে হামলা চালানো হয়েছে।
রোববার চিকিৎসকদের একটি দল একথা জানিয়েছে।
ইন্টারন্যাশনাল ডক্টর্স অ্যাসোসিয়েশন (আইডিএ) জানিয়েছে, আলেপ্পোর পূর্বাঞ্চলীয় একটি অবরুদ্ধ এলাকার একটি শিশু হাসপাতালে এই হামলায় ২ দিনের এক নবজাতক নিহত হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সিরীয় চিকিৎসকদের দলটি নগরীর ক্লিনিকগুলোকে সহায়তা করছে।
আইডিএ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টায় (গ্রিনিচ মান সময় ২৩০০) হাসপাতালে এই হামলায় শিশুটির অক্সিজেন সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় ৯ ঘন্টা পর দ্বিতীয় হামলাটি চালানো হয়।
আইডিএ জানায়, বিমান হামলায় ৪টি হাসপাতালে ক্ষেপণান্ত্রের আঘাত হানা হয়েছে। এগুলো হলো শিশু হাসপাতাল, আল-বায়ান, আল-জাহরা ও আল-দাকাক।
আইডিএ আরো জানায়, ‘আলেপ্পোর এই চিকিৎসা কেন্দ্রগুলোতে সিরিয়া ও রুশ যুদ্ধবিমানগুলো উপর্যুপরি বিমান হামলা জোরদার করার ফলে এই হাসপাতালগুলোর কার্যক্রম বন্ধ থাকবে।’bss