31 C
Bangladesh
Tuesday, March 28, 2023
Homeনির্বাচিতসিরিয়ার শান্তি আলোচনা নিয়ে প্রধান বিরোধী গোষ্ঠীগুলোর বৈঠক

সিরিয়ার শান্তি আলোচনা নিয়ে প্রধান বিরোধী গোষ্ঠীগুলোর বৈঠক

102030জাতিসংঘের উদ্যোগে গত শুক্রবার সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা নিয়ে প্রধান বিরোধী গোষ্ঠীগুলোর সাথে জেনেবায় এক শান্তি আলোচনায় অংশ নেবে।

উচ্চ পর্যায়ের একটি কমিটি নিশ্চিত করেছে সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত স্টাফা দে মিস্তুরার সঙ্গে তারা বৈঠক করবে। তবে তারা এটাও বলেছে যে সিরিয় সরকারের সঙ্গে কোন ধরনের মধ্যস্ততায় যাবেনা তারা।

সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে জেনেভায় শুক্রবার শুরু হয়েছে শান্তি আলোচনা।

শুক্রবার বিকেলে জেনেভার জাতিসংঘ কার্যালয়ে শুরু হওয়া আলোচনায় অংশ নেন সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ষ্টাফা দে মিস্তুরা এবং জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারির নেতৃত্বে সিরিয়া সরকারেরর প্রতিনিধি দল।

আলোচনার পর মি: মিস্তুরা বলেন যে তিনি আশা করছেন রোববার বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠকে বসতে পারবেন।

তিনি বলেছেন “বিরোধী গোষ্ঠীগুলো যে এই শান্তি আলোচনাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন তা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। হয়তো রোববার তাদের উচ্চ পর্যায়ের কমিটির সদস্যরা শান্তি আলোচনায় বসবেন”।

বিরোধী গোষ্ঠীগুলোর ওই কমিটি জানিয়েছে যে জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার উদ্দেশ্যেই একটি ছোট প্রতিনিধি দল তারা জেনেভায় পাঠাবেন।

তবে আসাদ সরকারের সঙ্গে সরাসরি কোন ধরনের সমঝোতার আলোচনায় তারা যা্বেননা।

ওই কমিটি আগে বলেছিল সিরিয়া বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ না করা পর্যন্ত তারা কোনও আলোচনায় বসবেন না।

কিন্তু পরে তারা জানিয়েছেন যে নিশ্চয়তা পেলে জেনেভায় একটি প্রতিনিধিদল পাঠাবেন।

সিরিয়ার ন্যাশনাল কোয়ালিশনের সাবেক প্রেসিডেন্ট বিবিসিকে বলছেন মানবিক পরিস্থিতি উন্নয়নের বিষয়টিই আলোচনার মূল লক্ষ্য।

“মানবিক পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে এমন লক্ষণ দেখা গেলেই আমাদের দল আসাদ সরকারের সঙ্গে সমঝোতায় যাবে”।

২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে শান্তি আলোচনা বন্ধ হবার পর এই প্রথম এ ধরণের আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে।

অন্যদিকে ডাচ সরকার জানাচ্ছে যে সিরিয়ায় আইএস জঙ্গীদের লক্ষ্য করে তারা বিমান হামলার পরিধি আরও বিস্তৃত করবে।

ডাচ প্রতিরক্ষামন্ত্রী বলছেন সিরিয়ার আইএস জঙ্গীদের বিরুদ্ধে হামলা আইএসবিরোধী যুদ্ধে আরও অগ্রগতি এনে দেবে। ইতিমধ্যেই ইরাকে আইএসকে লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে ডাচ কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments