সিলেটের জকিগঞ্জে বুধবার রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে ৩১ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের মধ্যে বেশিরভাগই জামাত শিবিরের সদস্য রয়েছে বলে উল্লেখ করেনে জকিগঞ্জ থানার কর্মকর্তা আব্দুল হাই।
সেসময় জকিগঞ্জ ও এর আশেপাশের নানা স্থানে তারা অভিযান চালায়। দেশিয় অস্ত্র ও জিহাদি বই উদ্ধার করেছে পুলিশ।
অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর দুইশ সদস্য অংশ নেয় বলে খবর পাওয়া যাচ্ছে।
পুলিশ বলছে দিনের আরো পরে দিকে আটককৃতদের আদালতে নিয়ে যাওয়া হবে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে।
এর আগে বাংলাদেশের ঢাকায় দুই দিন আগে কল্যাণপুরের একটি কথিত জঙ্গি আস্তানায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়।