38 C
Bangladesh
Tuesday, June 6, 2023
Homeরাজনীতিসিলেট সিটি নির্বাচনে ‘লন্ডনের হাওয়া’

সিলেট সিটি নির্বাচনে ‘লন্ডনের হাওয়া’

সিটি নির্বাচনকে সামনে রেখে সিলেটের রাজনীতিতে বইছে ‘লন্ডনের হাওয়া’। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জান সরাসরি লন্ডন থেকে এসে পেয়েছেন নির্বাচনি লড়াইয়ের টিকিট। আর যুক্তরাজ্য থেকে ‘নির্বাচনী সিগন্যাল’ নিয়ে এসেছেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। বিএনপির এই নেতার মন্তব্য, সেই সিগন্যাল রেড না গ্রিন সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আগমুহূর্তে সিলেট সিটির মেয়র ও বিএনপি নেতা আরিফুল হকের যুক্তরাজ্য সফর এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। সবারই প্রশ্ন আবারও কি নগর পিতার হওয়ার লড়াইয়ে মাঠে নামবেন তিনি? 

যুক্তরাজ্য থেকে ফিরে সেই প্রশ্নের রহস্যঘেরা উত্তর দিয়েছেন আরিফুল। তিনি বলেন, ব্যাপারটি আরও দিন চারেক পর তিনি পরিষ্কার করবেন।  

মেয়র আরিফকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন হাজারো নেতাকর্মী। আরিফুলের নির্বাচন করা না করা নিয়ে তারাও কিছুটা দ্বিধাবিভক্ত।

এদিকে প্রবাসী প্রার্থীর দলীয় মনোনয়ন নিয়ে তৃণমূল আওয়ামী লীগে বিভাজন থাকলেও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনোয়ারুজ্জামানেই একাট্টা হয়ে আছেন।

এবারের সিসিক নির্বাচনে মেয়র পদে শাসক দল থেকে মনোনয়ন চান ১০ জন নেতা। শেষ পর্যন্ত প্রবাসী নেতাই পেলেন মনোনয়ন।  

আওয়ামী লীগের বদর উদ্দিন আহমেদ কামরানকে দুই-দুইবার পরাজিত করে নিজের জাত চিনিয়েছেন আরিফুল। এবার দলগতভাবে বিএনপি অংশ না নিলেও তাঁকেই প্রতিপক্ষ ধরে আওয়ামী লীগ প্রচারণা চালাচ্ছে বলে জানান আনোয়ারুজ্জামান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img