27 C
Bangladesh
Saturday, April 1, 2023
Homeনির্বাচিতসুখী দেশের তালিকায় বাংলাদেশ অষ্টম

সুখী দেশের তালিকায় বাংলাদেশ অষ্টম

788fa64bf62ce6b58d_cfm6bhl68যুক্তরাজ্যভিত্তিক সংগঠন নিউ ইকোনমিক্স ফাউন্ডেশনের এক জরিপে বিশ্বের পরিবেশবান্ধব ও সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম। আর এ জন্য বাংলাদেশকে পেছনে ফেলতে হছে ১৩২টি দেশকে। কেননা ১৪০টি দেশের মধ্যে এই জরিপ চালানো হয়। গত শুক্রবার ‘হ্যাপি প্ল্যানেট ইনডেক্স ২০১৬’ শিরোনামে একটি প্রতিবেদনে তারা এ খবর প্রকাশ করেছে। যেখানে বাংলাদেশের স্কোর ৩৮ দশমিক ৪। ‘সুখী দেশের’ এই তালিকায় ধনী দেশগুলো তুলনামূলকভাবে দুর্বল অনেক দেশের সঙ্গে সেভাবে প্রতিযোগিতায় আসতে পারেনি। প্রতিবেদনে যুক্তরাজ্য ৩৪তম, জার্মানি ৪৯তম, জাপান ৫৮তম, চীন ৭২তম, অস্ট্রেলিয়া ১০৫তম ও যুক্তরাষ্ট্র ১০৮তম অবস্থানে রয়েছে।

এশিয়ার মধ্যে শ্রীলঙ্কা এই তালিকার ২৮তম, পাকিস্তান ৩৬তম, নেপাল ৪২তম, ভারত ৫০তম, ভুটান ৫৬তম ও মিয়ানমার ৮১তম অবস্থানে রয়েছে।

গড় আয়ুর দিক দিয়ে ১৪০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮১তম। আর নাগরিকদের ভালো থাকার অনুভূতি বা সন্তুষ্টির বিচারে বাংলাদেশের অবস্থান ৯৫তম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments