27 C
Bangladesh
Saturday, April 1, 2023
Homeনির্বাচিত ‘সুলতান’-এ মামলা! আইনের প্যাঁচে সালমান

 ‘সুলতান’-এ মামলা! আইনের প্যাঁচে সালমান

892facf83e27870d80309f74aacc144e-Untitled-24ভারতের দণ্ডবিধির ৪০৬, ৪২০ এবং ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে ‘সুলতান’ ছবিতে। দায়ের করা মামলায় লিপিবদ্ধ রয়েছে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, উদ্দেশ্যপ্রণোদিত অপমানের মতো অভিযোগ আনা হয়েছে। অভিনয়ে সালমানসহ বাকিদের বিরুদ্ধেও আইনের আওতায় আনা হয়েছে।

মুক্তির পর থেকেই একের পরে এক বক্স অফিস রেকর্ড ভেঙে চলেছে সলমন খান অভিনীত ‘সুলতান’। কিন্তু এবারে এই ছবি ঘির তৈরি হল বিতর্ক। উত্তর প্রদেশের মুজফ্‌ফরপুরের বাসিন্দা মহম্মদ সাবির আনসারি ওরফে সাবির বাবা নামে এক ব্যক্তির দাবি, তিনিই আসল ‘সুলতান’। সাবিরের আরও দাবি, তাঁর জীবনের প্রকৃত কাহিনি অবলম্বনেই ‘সুলতান’ তৈরি হয়েছে। ২০১০ সালে তিনি নাকি মুম্বইতে খোদ সলমনকে এই কাহিনি শুনিয়েছিলেন। সলমন তখন তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই কাহিনি নিয়ে সিনেমা তৈরি হলে তাঁকে ২০ কোটি টাকা র‌য়্যালটি দেবেন।

কিন্তু ‘সুলতান’ তৈরি হলেও প্রতিশ্রুতি মতো ক্ষতিপূরণ তিনি পাননি। তাই অভিনেতা সলমন খান, অনুষ্কা শর্মা এবং পরিচালক আলি আব্বাস জাফরের বিরুদ্ধে স্থানীয় আদালতে প্রতারণার মামলা দায়ের করেছেন মহম্মদ সাবির। সাবিরের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলকে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে ‘সুলতান’-এর নির্মাতারা। গত ৮ জুলাই এই মামলা দায়ের করেছেন তিনি। মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ জুলাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments