টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট অ্যাসোসিয়েশন-টিসিএ’র পক্ষ থেকে প্রতি মাসে একজন সেরা ক্যামেরাজার্নালিস্টকে পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরী। গত শনিবার রাতে টিসিএ কার্যালয়ে টেলিভিশন ক্যামেরাজার্নালিস্টদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। এ অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, ইলেক্ট্রনিক্স মিডিয়ার জন্য স্বতন্ত্র বেতন কাঠামো’র দাবি জানান। ক্যামেরাজার্নালিস্টরা তাদেরকে সরকারিভাবে সাংবাদিক হিসেবে ঘোষণা দেয়ার দাবি তুলে ধরেন। অনুষ্ঠানে টিসিএ’র সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মাহে আলম জেমসসহ কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।