38 C
Bangladesh
Tuesday, June 6, 2023
Homeজাতীয়সৌদি আরবে মসজিদুল হারামে লাখো মুসল্লির ঈদের নামাজ আদায়

সৌদি আরবে মসজিদুল হারামে লাখো মুসল্লির ঈদের নামাজ আদায়

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ শুক্রবার মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে মক্কার পবিত্র মসজিদুল হারামে লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন শেখ সালেহ আল হুমাইদ।

ফজরের নামাজের পরপরই ঈদের জামাতে অংশ নিতে পবিত্র মসজিদুল হারামে জড়ো হন সৌদি নাগরিক, প্রবাসী বাংলাদেশিসহ ওমরাহ পালনে আসা বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।

সব ভেদাভেদ ভুলে বিশ্বের সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়

সৌদি আরবে রমজান মাস ২৯ দিনে শেষ হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও ঈদ উদযাপন হয়।

সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এবার রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পরে। তাই আগামীকাল শনিবার ঈদ অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img