কবি সাহিত্যিকদের মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস সাহিত্য ও সাংস্কৃতিতে তুলে ধরতে হবে। সাংস্কৃতিক বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে কবি-সাহিত্যিক ও সাংবাদিকরা আজ স্বাধীনভাবে লিখতে পারছে। মুক্তিযুদ্ধের উপর কবিতা নাটক ও সাহিত্য চর্চার সাথে আমাদের প্রজন্মদের সম্পৃক্ত করতে পারলে অসম্প্রদায়িক স্মার্ট সোনার বাংলা গড়ে উঠবে বলে মন্তব্য করেন সংসদীয় হুইপ ইকবালুর রহিম।
শনিবার (২৭ মে) জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিনাজপুর রিসার্চ ইনিশিয়েটিভ ও বাহে সাহিত্য পত্রিকা পর্ষদ, দিনাজপুর এর আয়োজনে ভৈরবী, কৃষ্টিবন্ধন, জিরো কিলোমিটার, ঢাকা এবং দিনাজপুর প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় চর্তুমাসিক প্রথম সাহিত্য পত্রিকা ‘বাহে’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কবি ও গবেষক এবং দিনাজপুর সরকারী সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল বিশ্বাসের সভাপতিত্বে সূচনা বক্তব্যে রাখেন সম্মিলিত সাংস্কৃতকি জোট দিনাজপুরের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রহমত। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। ‘বাহে’ সাহিত্য পত্রিকা নিয়ে বইয়ের সম্পাদক বিশিষ্ট কবি সাহিত্যিক চাষা হাবিব বক্তব্যে রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহম্মেদ পিপিএম-সেবা, দিনাজপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, কৃষ্টি বন্ধন বাংলাদেশ এর কবি ও গবেষক ড. সবুজ শামীম আহসান ও কৃষ্টি বন্ধন বাংলাদেশের সভাপতি সিম্বা হায়দার ও দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্ট।
মোড়কীয় অভিভাষন দেন গবেষক ও নাট্যজন ড. টিটো রেদওয়ান। প্রকাশনার উপর আলোচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর এর সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু। লেখক কথা তুলে ধরে বক্তব্য রাখেন কবি জলিল আহম্মেদ প্রমূখ।