হবিগঞ্জ জেলার বাহুবল গ্রামে নিখোঁজ হওয়া ৪ শিশুর মরদেহ উদ্ধার করেছে র্যাব। মৃতদেহগুলো গলাকাটা অবস্থায় সুন্দ্রাটিকি মাঠ থেকে উদ্ধার করে। র্যাবের সিলেট বিভাগের মিডিয়া অফিসার এস এ এম ফকরুল ইসলাম খান এ খবর নিশ্চিত করেছেন। নিখোঁজ হবার পাঁচ দিন পর এ শিশুদের মরদেহ পাওয়া গেল। ঐ গ্রামের এক মাঠে ওই শিশুদের মরদেহ পুঁতে রাখা ছিল বরে জানাচ্ছে র্যাব।
নিহতরা হলো, উপজেলার ভাদেস্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র ২য় শ্রেণির ছাত্র জাকারিয়া শুভ (৭), একই পরিবারের আব্দুল আজিজের পুত্র ৪র্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০), আব্দাল মিয়ার পুত্র ১ম শ্রেণির ছাত্র মনির মিয়া (৬)। তারা ৩ জন একে অপরের আপন চাচাতো ভাই, এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের পুত্র ইসমাইল হোসেন মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্র।
গত ১২ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে তারা বাড়ির পাশের খেলার মাঠে খেলতে যায়। সন্ধার পরও তারা বাড়িতে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুজাখুজি করেন। ওই দিন রাতে তাদের সন্ধানে বাহুবলে মাইকিং করা হয়। রাতেই জাকারিয়া শুভর পিতা ওয়াহিদ মিয়া বাহুবল থানায় জিডি করেন।
এদিকে, নিহত মনিরের বাবা আবদাল মিয়া জানান, মাস খানেক আগে বড়ই গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী আব্দুল হাইয়ের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এর জের ধরে শুক্রবার তার ছেলেসহ ওই চার শিশুকে বাচ্চু মিয়া নামে স্থানীয় এক ব্যক্তির সিএনজি চালিত অটোরিকশায় করে তুলে নিয়ে যান আব্দুল হাই। টের পেয়ে তিনি ওই দিনই বিষয়টি পুলিশকে জানান। কিন্তু পুলিশ তাদের উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি। অবশেষে বাড়ির পাশের গর্তে চার শিশুর মৃতদেহ পাওয়া গেলো।
এ অভিযোগ তদন্ত করে দেখার আশ্বাস দিয়ে সিলেট বিভাগের ডিআইজি মিজানুর রহমান জানান, চার শিশুকে হত্যা করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে অবিলম্বে তাদের গ্রেফতার করে শাস্তি দেওয়া হবে।